বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৮, ২০১৩

কুষ্টিয়ায় সামাজিক শান্তি শৃঙখলা রক্ষার্থে মতবিনিময় সভায় ডিসি সৈয়দ বেলাল হোসেন

হাওয়া ডেস্ক : কুষ্টিয়ায় ইসলামিক ফাউন্ডেশন-এর আওতায় সদর উপজেলার শহরের মসজিদ মাদ্রাসার এবং প্রতিটি ইউনিয়নের ইমাম ও খতিবদের উপস্থিতিতে জেলা প্রশাসনের আয়োজনে গতকাল কালেক্টরেট সভাকক্ষে সকাল সাড়ে ১০টায় পৌরসভার জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম আজাদ-এর পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে সামাজিক শান্তি শৃঙখলা রক্ষার্থে মতবিনিময় সভায় সভাপতি ডিসি সৈয়দ বেলাল হোসেন বলেন, মুসলমানদের স্বার্থসংরক্ষনের জন্য ইমামদের যতেষ্ট ভূমিকা রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের দরবারে নন্দিত হয়েছে। তিনি ৬৪৩ কোটি টাকা ব্যয়ে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে ৩৮ হাজার আলেমের কর্মসংস্থানসহ উন্নয়নমূলক কর্মকান্ড করে চলেছে। দেশে ইসলামের নামে ষড়যন্ত্র চলছে। আসুন, কোন ষড়যন্ত্রই যেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের শান্তি,স্থিতি ও ইসলামের সমুন্নত ভাবমর্যাদা বিনষ্ট করতে না পারে এব্যাপারে সকল কে সজাগ থাকার অনুরোধ জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ, ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়ার উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান,অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ আশরাফুল ইসলাম, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, বড়জামে মসজিদের ইমাম ইয়াকুব আলী,আমলাপাড়া সোনাপট্টি জামে মসজিদের ইমাম হাফিজ উদ্দিন, বড়বাজার জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম, ইমাম তরিকুল ইসলাম, ইমাম শরিফুল ইসলামসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ। অনুষ্ঠান শেষে দো’আ ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতির সভাপতি অধ্যক্ষ আ ফ ম নাজমুস সালেহীন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন