বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৮, ২০১৩

৩২ বিজিবি’র অভিযানে বিদেশী মদ উদ্ধার

৩২ বিজিবি’র সদস্যরা গত ২৬ ফেব্র“য়ারি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল বিদেশী মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য সাতত্রিশ হাজার পাঁচশত টাকা। গোপন সংবাদের ভিত্তিতে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রামকৃষ্ণপুর বিওপির হাবিলদার মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি টহল দল গত ২৬ ফেব্র“য়ারি ২০১৩ তারিখ ২১৩০ ঘটিকায় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হালদারপাড়া চড়ে অভিযান চালায়। সে সময় জনৈক বাংলাদেশী টহল দলের চ্যালেঞ্জের প্রেক্ষিতে তার বহনকৃত একটি বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তায় করে বিজিবির টহল দল ২৫ (পঁচিশ) বোতল বিদেশী মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদক দ্রব্যগুলি ধ্বংশের নিমিত্তে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, মিরপুর, কুষ্টিয়ায় জমা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন