বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৮, ২০১৩

ঝিনাইদহে মানববন্ধন ও সমাবেশ

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রভাষক আব্দুস সালাম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় শহরের শেরেবাংলা সড়কে সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গনে এ মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।  মানববন্ধন শেষে এক সমাবেশে মাদ্রাসার অধ্যক্ষ রুহুল কুদ্দুস, আব্দুল্লাহ, শরিফ আহমেদ, শাহাবুল ইসলাম, আশরাফুল ইসলাম, সিদ্দিকুর রহমান ও মাওলানা আতাউর রহমান। সমাবেশ থেকে অবিলম্বে মাদ্রাসা শিক্ষক হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়। এছাড়া বৃহস্পতিবার থেকে মাদ্রাসায় ধর্মঘটের ঘোষণা দেন শিক্ষক-শিক্ষার্থীরা।
গত শুক্রবার জুম্মার নামাজের পর ইসলামী সমমনা ১২ দল ওলামা মাশায়েখের ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল বের করলে সরকার সমর্থকদের সাথে সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক আব্দুস সালাম নিহত হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় গত ৬ দিনেও থানায় কোন মামলা হয়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন