বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৮, ২০১৩

জিকে মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া শহর জি কে মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বুধবার সকালে প্রতিষ্ঠানের মাঠে বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও দুপুরে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জি কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন কুষ্টিয়া চেম্বাব অব কর্মাসের সহ-সভাপতি ও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি এসএম কাদেরী শাকিল। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক ও ক্রীড়া কমিটির আহবায়ক মোহাম্মদ জাকারীয়া, জিকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, সহকারী শিক্ষক শাম্মি আক্তার, সেলিনা খাঁন, লুৎফন্নাহার, জিকে মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মানস কুমার সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ জাকারীয়া। প্রধান অতিথির বক্তব্যে এসএম কাদেরী শাকিল বলেন, খেলাধুলা শরীর ও মনকে ভাল করে। একজন শিক্ষার্থীকে প্রতিদিন রুটিন মাফিক পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে। একজন শিক্ষার্থীকে ভাল ফলাফল করতে হলে অবশ্যই ক্রীড়ার সাথে জড়িত থাকতে হবে। খেলাধুলা করেও নিজের ও দেশের সুনাম বয়ে আনা যায়। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের বিদ্যোৎসাহী সদস্য শামিম আহমেদ, অভিভাবক সদস্য ডাঃ সিরাজুল ইসলাম, সাইদুল ইসলাম, আমির হোসেন, সাখিয়া বেগম। ক্রীড়া বিচারকের দায়িত্ব পালন করেন সাল পারভীন, সাইফুল ইসলাম, সাইফুল আলম, শামীম আহমেদ, ডাঃ সিরাজুল ইসলাম, সাইদুল ইসলাম। খেলায় সার্বিক সহযোগিতা করেন প্রতিষ্ঠানের দশম শ্রেণীর ছাত্র রায়হান মিয়া, নবম শ্রেণীর ছাত্র আশরাফুল শেখ, দশম শ্রেণীর ছাত্র একরামূল হাসান, ইসমাইল হোসেন, তাওহিদুল ইসলাম, সজল আহাম্মেদ, মিতু আক্তার, সাইদ হাসান, সোহেলী আক্তার ও নবম শ্রেণীর ছাত্র মাবিয়া খাতুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন