শুক্রবার, ফেব্রুয়ারী ০১, ২০১৩

কুষ্টিয়ায় পুলিশের কঠোর নজরদারিতে জামায়াতের সকাল-সন্ধা হরতাল পালিত

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে জামায়াতের ডাকা সকাল-সন্ধা হরতাল পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকল ধরণের নাশকতা এড়াতে প্রভাত থেকেই মাঠ দখলে নিয়েছে পুলিশ। সকাল থেকে কুষ্টিয়ার সব ধরণের দুরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্র শিবির জামায়াত নেতাদের মুক্তির দাবী ও হরতালের সমর্থনে মিছিল বেরকরে। তবে রাজধানীসহ উত্তর ও দক্ষিণ বঙ্গের সাথে ট্রেন যোগাযোগ রয়েছে স্ব^াভাবিক। শহরের অভ্যন্তরে রিক্সা-অটোরিক্সা নসিমন-করিমনসহ কাঁচা পণ্যবাহী যান চলাচল করতে দেখা গেছে। শহর ও শহরতলীর দু’একটি স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। সেখানেও পুলিশের উপস্থিতি ছিল সরব। কুষ্টিয়ার ২৮টি স্পর্শকাতর স্থানে সার্বক্ষনিক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা। এছাড়া র‌্যাব, গোয়েন্দা পুলিশ এবং মডেল থানার ভ্রাম্যমান টিমও রয়েছে টহলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন