শুক্রবার, ফেব্রুয়ারী ০১, ২০১৩

কুমারখালীতে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শকদের মত বিনিময়

শরীফুল ইসলাম কুমারখালী : আগামী ৩ ফেব্রয়ারী-২০১৩ সালের এস এস সি, দাখিল, সমমনা পরীক্ষা শুরু। এ উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে কেন্দ্র পরিদর্শকদের সঙ্গে বিভিন্ন দিক নির্দেশনা মূলক মত বিনিময় অনুষ্ঠিত হয়। গতকাল বেলা ১২ টায় কুমারখালী ঐতিহ্যবাহী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ২য় তলায় শ্রেণী কক্ষে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, সভাপতি কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান মাসুম, কুমারখালী মাধ্যমিক শিক্ষা অফিসার শামিম আহম্মেদ, কুমারখালী এস এস সি ও সমমনা পরীক্ষা কমিটির সম্পাদক কেন্দ্রীয় সচিব
শহিদুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন কুমারখালী পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, কুমারখালী জেএন স্কুলের প্রধান শিক্ষক মকছেদ আলী, শিক্ষক বাবু গুরুদাস দত্ত, সিরাজুল ইসলাম, সন্তোষ কুমার মোদক, শামিম আহম্মেদ রিপন, তৌহিদুল ইসলাম তৌহিদ ছাড়াও পরীক্ষার পরিদর্শনে শিক্ষক, শিক্ষিকা বৃন্দ। বক্তারা বলেন, নকল মুক্ত পরিবেশে পরীক্ষা সমাপ্ত করতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন