শুক্রবার, ফেব্রুয়ারী ০১, ২০১৩

প্রবাসীদের সহযোগিতায় দেশ শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছে : এম এম শাহীন

হাওয়া ডেস্ক : সাবেক জাতীয় সংসদ সদস্য এম এম শাহীন বলেছেন, আজ দেশের শহর, বন্দর ও গ্রামাঞ্চলে যে সামাজিক উন্নয়ন হচ্ছে, তা প্রবাসীদের অক্লান্ত পরিশ্রমে ও সহযোগিতার মাধ্যমেই করা সম্ভব হচ্ছে। গ্রামাঞ্চলে মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুল, মার্কেট নির্মাণ ও অসহায় মানুষকে সাহায্য-সহযোগিতা থেকে শুরু করে প্রতিটি সামজিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। কাজেই প্রবাসীদের যেকোনো সমস্যায় রাজনীতিবিদসহ দায়ীত্বশীল ব্যক্তিরা এগিয়ে আসি, তাহলে এই প্রবাসীরাই গ্রামাঞ্চলের উন্নয়নের নিয়ামক শক্তি হয়ে দাঁড়াবে। তিনি আরো বলেন, কুলাউড়ায় আজ এক ভোটে দুই এমপির উন্নয়ন চোখে পড়ে না। আমাদের আমলে রেখে যাওয়া নির্মাণাধীন ব্রিজ, রাস্তাঘাট আজ সংস্কারের অভাবে সেগুলো
নষ্টের উপক্রম হয়ে পড়েছে। ২০০১ সালে ৭৮ হাজার ভোটের প্রতিনিধি হিসাবে এই কুলাউড়ায় রেলস্টেশন, হাসপাতাল, জুড়ী উপজেলায় ব্রিজ, রাস্তাঘাট এবং অন্যান্য উন্নয়ন ছাড়াও উপজেলার গ্রামাঞ্চলে প্রায় ৩৫০ কিলোমিটার বিদ্যুৎ লাইন সংযোগ দিয়েছি। কিন্তু কুলাউড়ায় গত নির্বাচনে ১ লাখ ৩০ হাজার ভোটের প্রতিনিধি ১৪ দলের মহা এমপি নির্বাচিত হওয়ার পর ১০/১৫ কিলোমিটার বিদ্যুৎ দিতে পারেননি। এম এম শাহীন বলেন, আমার আমলে ৩৬০ কোটি টাকার উন্নয়নকাজ হয়েছে। আজ যারা প্রতারণা করে এই কুলাউড়ার জনগণকে নিয়ে ছিনিমিনি খেলছেন, তারা ৫০ কোটি টাকার উন্নয়ন করতে পারেননি। তাদের আগামী নির্বাচনের মাধ্যমে এ জনগণই জবাব দেবে। এম এম শাহীন ২৫ জানুয়ারি টিলাগাঁওয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ও ২৬ জানুয়ারি হাজীপুরে (বাকি অংশ ৬১-এর পাতায়) প্রবাসীদের সহযোগিতায় দেশ ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। টিলাগাঁও : টিলাগাঁও ইউনিয়নের বিজলী ছাত্রবন্ধু ক্লাবের আয়োজনে বিজলী বাজার মাঠে আয়োজিত লন্ডনপ্রবাসী আব্দুল মাজেদ চৌধুরী তাকওয়া আন্তইউনিয়ন টিভি অ্যান্ড টিভি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে টিলাগাঁও ইউপির চেয়ারম্যান সৈয়দ মহিউদ্দিনের সভাপতিত্বে ও খেলা পরিচালনা কমিটির সহ-সম্পাদক লোকমান মিয়ার পরিচালনায় প্রধান অতিথি এম এম শাহীন ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের নবনির্বাচিত পরিচালক উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল গফুর চৌধুরী, যুগ্ম সম্পাদক সৈয়দ তফজ্জুল হোসেন, পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, খেলার পরিচালক তুতিউর রহমান, জমশেদ রহমান প্রমুখ। উদ্বোধনী খেলায় হাজীপুর ভাই ভাই একাদশ মোকাবিলা করে লালবাগ অগ্রদূত সমাজকল্যাণ সংস্থার। খেলাটি গোলশূন্য ড্র হয়। হাজীপুর : ২৬ জানুয়ারি শনিবার বিকেলে হাজীপুর ইউনিয়নের সুলতানপুর ইলেভেন স্টার স্পোর্টিং ক্লাবের আয়োজনে টিভি অ্যান্ড টিভি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়। হাজীপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী খোরশেদ আলী চৌধুরীর সভাপতিত্বে ও যুবদল নেতা জুনাব আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক জাতীয় সংসদ সদস্য এম এম শাহীন। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তফজ্জুল হোসেন, কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল বাছিত বাচ্চু, হাজীপুর বিএনপি নেতা হাজী মোফাজ্জল হোসেন কুতুব, বিএনপি নেতা মবশ্বির আলী, আব্দুল মালিক, সুলতানপুর ইউপি সদস্য ও সাবেক ছাত্রদল নেতা মনিরুজ্জামান হেলাল, ফারুক আহমদ, সাংবাদিক জয়নাল আবেদিন, সাইফুল ইসলাম, জাকির হোসেন, উপজেলা ছাত্রদল নেতা তানভীর মোজাম্মেল শোভনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। উদ্বোধনী খেলায় সুজাপুর রয়েলস ক্রীড়াচক্র ৫ উইকেটে নমুজা একাদশকে হারায়। নমুজা প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৩৯ রান সংগ্রহ করে। জবাবে সুজাপুর ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন