শুক্রবার, ফেব্রুয়ারী ০১, ২০১৩

ঝিনাইদহে আইনজীবীদের আদালত বর্জন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুর সহকারী জজ আদালতের পেশকার সুবির কুমার কাঞ্জিলালাল অ্যাডভোকেট আবু রওশন রিপনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে আইনজীবীরা অভিযোগ করেছেন। একজন আইনজীবীর সঙ্গে পেশকারের এ ধরনের আচরণের প্রতিবাদে আইনজীবীরা বৃহস্পতিবার আদালত বর্জন করেন। ফলে আদালতের বিচার কার্যক্রম বন্ধ থাকে। এ ঘটনায় আইনজীবী আবু রওশন রিপন জেলা জজের কাছে ঘটনা জানিয়ে একটি অভিযোগ দায়ের করেন। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দবিব হোসেন জানান,
অ্যাডভোকেট আবু রওশন রিপন বুধবার মামলার কাজে কোটচাঁদপুর সহকারী জজ আদালতে যান। সে সময় আদালতের পেশকার সুবির কুমার কাঞ্জিলাল তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। ঘটনার প্রতিবাদে আইনজীবীরা বৃহস্পতিবার আদালতের কাজ কর্মে অংশগ্রহণ থেকে রিরত থাকেন। আইনজীবীরা জেলা জজ মাহবুবুল হকের সঙ্গে দেখা করে তাদের ক্ষোভের কথা জানিয়ে পেশকারের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করেন।  জেলা জজ আইনজীবীদের কথা শুনেন এবং অভিযুক্ত পেশকারের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেন বলে আইনজীবী সমিতির সভাপতি জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন