শুক্রবার, ফেব্রুয়ারী ১৫, ২০১৩

ঝিনাইদহে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপা ও কালীগঞ্জে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ ও আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের কেপি বসু সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নেতা-কর্মীরা জেলা বিএনপি কার্যালয়ে সমাবেশ করে নেতাকর্মীরা। পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালেক, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতলেব, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ, আশরাফুল ইসলাম পিন্টু, সাজেদুর রহমান পপ্পু, রওশন বিন কদর মিরণ, আরিফুল ইসলাম আনন প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে আটক বিএনপি নেতাকর্মীদের মুক্তি না দেওয়া হলে হরতালের ডাক দেয়া হবে।
উল্লেখ্য, শৈলকুপায় পুলিশের উপর হামলা, গাড়ি পোড়ানো ও কালীগঞ্জে আওয়ামী লীগ অফিসে হামলা করে ভাংচুরের ঘটনায় প্রায় দেড় হাজার বিএনপি নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়। এ দুই মামলায় দেড় শতাধিক বিএনপি নেতা-কর্মীর জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেয় আদালত।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন