শুক্রবার, ফেব্রুয়ারী ১৫, ২০১৩

চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১২-২০১৩ মোতাবেক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু বাদল স্মৃতি একাডেমী মাঠে জেলা ক্রীড়া অফিস চুয়াডাঙ্গার আয়োজনে অনুর্ধ ১২-১৬ বছর বালক বালিকাদের এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা ও গ্রামীন ক্রীড়া উৎসব গত ১২ এবং ১৩ ফেব্র“য়ারী অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় বাদেমাজু বাদল স্মৃতি একাডেমী, বাকশীপুর দাখিল মাদ্রাসা, ভোদুয়া মাধ্যমিক বিদ্যালয়, বশিরা মানিক ডাউকী মাধ্যমিক বিদ্যালয়, বাদেসাজু আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিনোদনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাদেমাজু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২৫০ জন বালক এবং ১৫০ জন বালিকা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এ্যাথলেটিকস্ এবং গ্রামীন খেলা পরিচালনা করেন বাদেমাজু বাদল স্মৃতি একাডেমীর শরীর চর্চা শিক্ষক মসফিকুর রহমান, এরশাদপুর একাডেমীর শরীর চর্চা শিক্ষক শরীফুল ইসলাম, বকশীপুর দাখিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মহসিন কামাল, ভোদুয়া মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সিনহাজুল ক ও বশিরা মালিক ডাউকী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আলিছুর রহমান।
বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে জেলা ক্রীড়া অফিস, চুয়াডাঙ্গার ব্যবস্থাপনায় বাদেমাজু বাদল স্মৃতি একাডেমীর সহযোগিতায় বার্ষিকী ক্রীড়া কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানটি গত ২ ফেব্র“য়ারী উদ্বোধন হয়। ২দিন ব্যাপী এই প্রতিযোগিতায় ১৩ ফেব্র“য়ারী পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আনজুমানারা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া অফিসার মোহাঃ মাহাবুবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি সাফায়েতুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম। অনুষ্ঠানটি সুন্দর ও সার্থক ভাবে উপস্থাপনা করেন বাদেমাজু বাদল স্মৃতি একাডেমীর শরীর চর্চা শিক্ষক মসফিকুর রহমান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন