শুক্রবার, ফেব্রুয়ারী ১৫, ২০১৩

কুষ্টিয়ায় নারীর প্রতি সহিংসতা রোধে ক্ষোভ প্রকাশ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


ষ্টাফ রিপোর্টার : নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে বিশ্বব্যাপী অভিযান “উদ্যমে উত্তরনে শতকোটি”এর সাথে সংহতি জানিয়ে ১৪ ফেব্র“য়ারী ২০১৩, বৃহস্পতিবার দুপুর ১:০০ টায় নারীর প্রতি সহিংসতা রোধে দেশব্যাপী বিক্ষোভে সংহতি প্রকাশ করে কুষ্য়িা প্রেস ক্লাবের সামনে ক্ষোভ প্রকাশ, মানববন্ধন ও প্রতিবাদী সাংস্কৃতিক কর্মকান্ডের মধ্যদিয়ে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ঙহব ইরষষরড়হ জরংরহম নামে অভিযান এর অংশ হিসেবে শ্লোগান ছিল উদ্যোমে উত্তরণে শতকোটি, নারী নির্যাতনের প্রতিবাদে রুখো! নাচো! ওঠো!, “যথেষ্ট হয়েছে, আর নয়, এই সহিংসতা বন্ধ কর এখনই” , নারীর প্রতি নির্যাতনের ঘটনায় নীরবতা আর না, উঠতে বসতে অপমান আর না, চলতে ফিরতে অপমান আর না, কথায় কথায় হেয় করা আর না, নারীর প্রতি বৈষম্য আর না, নারীর উপর অত্যাচার আর না, ধর্ষণের লজ্জা নারীর না, কথায় কথায় দাবিয়ে রাখা আর না, বন্ধনে শৃঙ্খলে আটকে রাখা আর না, মুখ বুজে সহ্য করা আর না, ঘরের কোনে লুকিয়ে থাকা আর না, লজ্জা ভয় সংশয় আর না, ধর্ষন, নিপীড়ন, গোপন রাখা আর না, সংসারে স্ত্রীর কাজকে মূল্যায়ন করুন, স্ত্রী নির্যাতন থেকে বিরত থাকুন, ঘরের বউকে নির্যাতন করবেন না। কর্মসূচীর ক্ষোভ প্রকাশ পর্বে বক্তব্য বাখেন কুষ্টিয়া জেলা বাসদের আহবায়ক শফিউর রহমান শফি, কুষ্টিয়া জেলা সিপিবির সভাপতি রফিকুল ইসলাম, সিডিএল ট্রাস্টের নির্বাহী পরিচালক আক্তারী সুলতানা, নিকুশিমাজের নির্বাহী পরিচালক ও জেলা সঞ্চালন পরিষদের সভাপতি সালমা সুলতানা, কেপিইউএস এর নির্বাহী পরিচালক ও কুষ্টিয়া এডাব সভাপতি মোঃ এনামূল হক, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, উত্তরণ মহিলা সংস্থার নির্বাহী পরিচালক তাজনিহার বেগম, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিটের যুবপ্রধান গোলাম মোস্তফা অন্তু, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সদস্য এ্যাড. মঞ্জুরী বেগম, ফেয়ার প্রকল্প আইনজীবী কামরুন নাহার ময়না ও সমপ্রতি আলামপুরে গনধর্ষনের শিকার শারমিনার ভাই হোসেন আলী । আলোচনায় বক্তারা সম্প্রতি কুষ্টিয়ায় ঘটে যাওয়া নারী নির্যাতন সম্পর্কে তথ্য বহুল বক্তব্যে বলেন নারীর প্রতি সহিংসতার ঘটনা উদ্বেগজনক, সম্প্রতি অনেক গুলি ঘটনা সকলের দৃষ্টি গোচরে এসে হতাশ করেছে। তারা আরও স্পষ্টভাবে তথ্য দিয়ে স্মরণ করিয়ে দেন যে কুষ্টিয়া জেলার থানাগুলির নথিভুক্ত তথ্যমতে চাঞ্চল্যকর সহিংসতায় দায়েরকৃত মামলার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে সহিংসতা সংঘটনকারী অভিযুক্তদের আটক বা গ্রেফতার করা হচ্ছেনা। যেমন কুষ্টিয়া মডেল থানার মামলা নং১৭ তাং ১১/০১/২০১৩, দৌলতপুর থানার মামলা নং ২৪ তাং ২৫/০১/২০১৩ এবং এরকম আরো বেশকিছু ঘটনার অভিযোগ উঠেছে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে। তাদের অভিযোগ,আইন প্রয়োগকারী সংস্থা কর্তৃক গৃহীত পদক্ষেপ ধীরগতিসম্পন্ন হওয়ায় আসামীরা দিন দিন অপরাধ করে চলেছে। এছাড়াও বেশ কিছু সহিংস ঘটনার ক্ষেত্রে দেখা গেছে যে, ভুক্তভুগী অথবা তার পক্ষে যিনি যে ধারায় বাদী হয়ে অভিযোগ করতে ইচ্ছা পোষণ করছেন থানায় কর্তব্যরত সদস্যরা সে ধারায মামলা গ্রহণ না করে অপেক্ষাকৃত দুর্বলধারায় মামলা করছেন এবং কখনো আসামিকে বাঁচাতে এজাহারের বর্ণনার মধ্যে উদ্দেশ্যমূলকভাবে শৈথিল্য বা দুর্বলতা রেখে দেয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে ভুক্তভুগীর পক্ষথেকে। এর ফলে ঘটনার প্রকৃত রহস্য অন্তরালে থেকে যাওয়ায় পরবর্তীতে আদালত থেকে ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। অতিসম্প্রতি ঘটে যাওয়া দৌলতপুরের আড়িয়া গ্রামে ১১ বছরের শিশু কন্যা সালমা আক্তার হাসি কে ধর্ষণ করে হত্যা, সদর উপজেলার নওয়াপাড়া হলবিল মাঠে শারমিন আক্তারকে গণধর্ষণ, কুমারখালির পান্টির রামদিয়া এলাকায় স্ত্রী নাসিমা খাতুনকে যৌতুকের জন্য নির্যাতন শেষে মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে। এর সবগুলি ঘটনায় থানায় মামলা হলেও অদ্যাবধি এসব মামলায় অভিযুক্ত একটি আসামীকেও পুলিশ গ্রেফতার করতে সক্ষম হননি। পুলিশ কর্তৃক গৃহীত পদক্ষেপ ধীরগতিসম্পন্ন হওয়ায় জেলায় নারী ও শিশু নির্যাতন চিত্র ক্রমান্বয়ে ভয়াবহ আকার ধারণ করে চলেছে। এই পরিস্থিতিতে জেলার মানবাধিকার কর্র্মী ও সংগঠনের পক্ষথেকে আমরা দারুণভাবে হতাশ ও সংক্ষুব্ধ। সে কারণে এই ভয়াবহ পরিস্থিতি প্রশমনে জেলার পুলিশ কর্মকর্তাদের সুদৃষ্টি আকর্ষণপূর্বক জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহবান করা হয়।  কুষ্টিয়ার মানবাধিকার সংগঠন ফেয়ারে’র আহবানে কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন মানবাধিকার ও সাংস্কৃতিক সংগঠন উত্তরণ মহিলা সংস্থা, নিকুশিমাজ, এডাব কেপিই্উএস, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, হরিজন সাংস্কৃতিক গোষ্ঠী, মানবাধিকার নাট্য পরিষদ, টিআইবি, সনাক, সিডিএল ট্রাষ্ট, সিডিএল নারী ফোরাম, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, ফেয়ার ভিজিলেন্স টিম, উদীচী , তিলোত্তমা নাট্য দল ৯৯, সংকলিতা শিল্পী গোষ্ঠী, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিট ও পদ্মা গড়াই মানব উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রতিবাদি সংগীত পরিবেশনা করেন সংকলিতা শিল্পী গোষ্ঠী এবং পারিবারিক সহিংসতা প্রতিরোধে নাটক প্রদর্শন করেন মানবাধিকার নাট্য পরিষদ ও একাত্বতাসহ সংহতি প্রকাশ করেন কুষ্টিয়া প্রেশক্লাব। কর্মসূচীর সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন ফেয়ার প্রকল্প কর্মকর্তা মোঃ বখতিয়ার হোসেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন