শুক্রবার, ফেব্রুয়ারী ১৫, ২০১৩

নারীর প্রতি সহিংসতা রোধে ভেড়ামারায় কর্মজীবি নারী’র মানববন্ধন


ভেড়ামারা প্রতিনিধি : উদ্যমে উত্তরণে শতকোটি নারী, নির্যাতনের প্রতিবাদে রুখো নাচো ওঠো, শ্লোগান কে সামনে রেখে নারী নির্যাতনের ঘটনায় নীরবতা আর না, নারী নির্যাতন বন্ধ এবং নারীদের জেগে ওঠার আহবান জানিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে কর্মজীবি নারী সংগঠন। বিভিন্ন নারী সংগঠনের গতকাল ১৪ ফেব্র“য়ারীর দেশব্যাপি ৬৪টি জেলায় একযোগে মানববন্ধনের ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে গতকাল বৃহস্পতিবার দুপুরে ভেড়ামারা ডাকবাংলোর সামনের সড়কে দাঁড়িয়ে কর্মজীবি নারী সংগঠনটি এই কর্মসূচী পালন করে। কর্মজীবি নারীর কুষ্টিয়া জেলা প্রোগাম অফিসার আরতী রানী সিংহ রায়ের নেতৃত্বে অনুষ্টিত মানববন্ধনে ভেড়ামারার শত শত নারীরা অংশ নেন।  এ সময় তারা নারী সমাজকে নরীর প্রতি বৈষম্য, নারীর উপর নির্যাতন, ধর্ষনের লজ্জা নারীর আর না, বন্ধনে শৃ্খংলায় আটকে রাখা আর না ইতাদী শ্লোগান দেন। এছাড়াও সংগঠনটি নারী নির্যাতন বন্ধে নারীদের পক্ষে দ্রুত ও সুবিচার পাওয়ার জন্য বিশেষ ট্রাইবুনাল গঠনের দাবি জানান। উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেরা জাসদ’র সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, কর্মজীবি নারীর বিজলী আক্তার, সাজেদা আক্তার, এ,বি,সি সভাপতি রানু বেগম, মাধবী লতা, শেফালী, নাসিমা, সাহারা, সোনা ভান, এফ,ও এসএম রবিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আব্দুল বারী ,জাহাঙ্গীর আলম,সাহাবুল, কতুব, শিপন, আম্বিয়া প্রমুখ .

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন