শুক্রবার, ফেব্রুয়ারী ১৫, ২০১৩

বিআরবি ইণ্ডাষ্ট্রিজ পরিদর্শন করলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আভ্যন্তরীণ সম্পদ
বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের
চেয়ারম্যান মোঃ গোলাম হোসেনকে বিআরবি কেবলসের উৎপাদিত
পণ্য দেখাচ্ছেন বিআরবি গ্র“পের চেয়ারম্যান মোঃ মজিবর রহমান।

সেলিম রেজা সবুজ : গতকাল সন্ধ্যায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ গোলাম হোসেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (করনীতি) সৈয়দ মোঃ আমিনুল করিম, সদস্য (মুশক বাস্তবায়ন) মোঃ ফিরোজ শাহ আলম, সদস্য (অডিট এন্ড ইনভেষ্টিকেশন) কালিপদ হালদার বিআরবি গ্র“প পরিদর্শন করেন। এ সময় বিআরবি গ্র“প অব ইণ্ডাষ্ট্রিজ এর চেয়ারম্যান দেশবরেণ্য শিল্পপতি আলহাজ্ব মোঃ মজিবর রহমান অতিথিবৃন্দদেরকে বিআরবি কেবল ইণ্ডাষ্ট্রিজ লিঃ এর উৎপাদনশীল বিভাগগুলি মধ্যের হাই ভোল্টেজ কেবল, ডমেষ্ট্রিক কেবল, জেলি ফিল্ড, টেলিফোন কেবল, অপটিক্যাল ফাইবার কেবলসসহ ফ্যান সেকশন ঘুরে ঘুরে দেখান। পরে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারমান বিআরবি গ্র“পের সহযোগি প্রতিষ্ঠান এমআরএস ইণ্ডাষ্ট্রিজ লিঃ এর উৎপাদিত পণ্য প্লাই-উড, পাটিক্যাল বোর্ড, এমডিএফ বোর্ড, মেলামাইন বোর্ড, এ্যালমোনিয়াম ওয়ার রড, কপার ওয়ার রড, ওয়ার ড্রইং ডাই সেকশনগুলি ঘুরে ঘুরে দেখেন এবং অতিথিবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন
শেষে আভ্যন্তরীন সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা তার অভিমতে বলেন, বিআরবি গ্র“প এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মজিবর রহমান ও তার প্রতিষ্ঠায় সকল শিল্প প্রতিষ্ঠান আজ দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। বিআরবি গ্র“পের উৎপাদিত পণ্য সামগ্রী দেশের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারেও আজ সমাদৃত। আমরা বিআরবি গ্র“পের সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে আভ্যন্তরীন সম্পদ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ গোলাম হোসেন বিআরবিতে পৌঁছালে বিআরবি গ্র“পের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মজিবর রহমান সকল অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়াও উক্ত পরিদর্শন টিমে ছিলেন খুলনা কর কমিশনার গোলাম মোস্তফা। আপীল কমিশনার চীন্ময় প্রসূন রায়, যশোর কাষ্টমস কমিশনার শফিকুল ইসলাম যুগ্ম কমিশনার মাহাবুবুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন