শুক্রবার, ফেব্রুয়ারী ১৫, ২০১৩

কুমারখালীতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেহেদী রুমী

বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত

আব্দুম মুনিব : কুষ্টিয়ার কুমারখালীর গোবরা দাখিল মাদ্রাসায় ক্রিড়া ও সাংস্কৃতি প্রতিযোগীতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। গতকাল দিনব্যাপী এসব প্রতিযোগীতা শেষে বিকালে মাদ্রাসার মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। গোবরা দাখিল মাদ্রাসার ম্যানিজিং কমিটির সভাপতি কুমারখালী থানা বিএনপির সভাপতি এ্যাড. গোলাম মহাম্মাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূণর্বাসন সম্পাদক জেলা বিএনপির সভাপতি ও কুমারখালী খোকসা আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, বাংলাদেশে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায়
মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। কিন্তু বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও বিভ্রান্ত ছড়াচ্ছে তারা বলে মাদ্রাসায় পরলে জঙ্গি হয়। এ সরকার দেশের মানুষের কথা চিন্তা না করে গুম খুন দূর্ণতী ও লুটপাটে ব্যস্ত। তারা শেয়ার বাজার, হলমার্ক, ইউনেপেটুইউ, ডেসটিনি, পদ্মা সেতুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তিনি বলেন, এ সরকারের আমলে কুমারখালী খোকসায় চোখে পড়ার মত কোন উন্নয়ন মূলক কাজ হয়নি হয়েছে শুধু লুটপাট। শেষ রক্তবৃন্দ দিয়ে কুমারখালী খোকসার মানুষের সেবা করার ঘোষনা দেন তিনি। তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিলে আওয়ামীলীগের অস্তিত থাকবেনা বাংলাদেশের মানুষ প্রমান করে দিবে আওয়ামীলীগ দুর্নীতি। এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, যুগ্ন সম্পাদক মাহমুদুর রহমান আল কাদেরী, কুমারখালী পৌর বিএনপির সভাপতি কেএম আলম টমে, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ লিটন, কুমারখালী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, যুগ্ন সম্পাদক মোস্তাফিজুর রহমান তুহিন, নুরুল ইসলাম আসাদ, সালেহিন মিয়া, পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল কবির দিলু, থানা বিএনপির কোষাধাক্ষ্য অধ্যাপক বজলুল বায়জিদ, থানা মুক্তিযোদ্ধাদলের সভাপতি জহির উদ্দিন মিয়া, নন্দালালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পলাশ, সদকী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, যদুবয়রা ইউনিয়ন বিএনপির আহবায়ক সিরাজউদ্দিন খান, যুগ্ন আহবায়ক রেজোয়ান আলি, চাদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক গোলাম হাফিজ পিপুল, ইবি ছাত্রদলের সহ-সভাপতি মুহাইমিনুল ইসলাম সোহাগ প্রমুখ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন মাদ্রাসার সুপার মাওলানা গোলাম মোস্তফা। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৮ম শ্রেণির ছাত্র আবু রায়হান। অনুষ্ঠান শেষে বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরন করেন সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন