বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৭, ২০১৪

আতংকিত ভোটাররা চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন

 

কুমারখালী খোকসা ও মিরপুরে উপজেলা নির্বাচন আজ

স্টাফ রিপোর্টার ॥ আতংকিত ভোটাররা চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন। কুষ্টিয়ার তিন উপজেলা মিরপুর, কুমারখালী ও খোকসা উপজেলা পরিষদে আজ ২৭ ফেব্র“য়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে রাত দিন প্রচার-প্রচারণা শেষে জয়-পরাজয়ের হিসাব নিকাশ গুনছেন প্রার্থীরা। কে পরবে জয়ের মালা সেদিকেই লক্ষ্য ভোটারদের। খোকসা, কুমারখালী ও মিরপুরের ভোটাররা চাই সন্ত্রাস ও প্রভাবমুক্ত হয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়।তারা আশা করছেন নির্বাচন কমিশন আইন শৃংখলা বাহিনী ভোটারদের নির্বিঘেœ ভোট প্রদান করার মত পরিবেশ সৃষ্টি করবেন।খোকসা উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি নেতা সৈয়দ আমজাদ আলী মোটরসাইকেল প্রতীক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সদর উদ্দিন খান (আনারস) প্রতিকে প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আব্দুল গনি শেখ (টিউবওয়েল), বর্তমান ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খোকন (টিয়া পাখি) ও জামায়াতের আবু বকর সিদ্দিক (তালা) প্রতীক পেয়েছেন। সংরতি মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির নেত্রী ও বর্তামান ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম (হাঁস), রুবিনা আফরোজা পদ্মফুল ও স্বতন্ত্র শামীমা আক্তার (কলস) প্রতীক নির্বাচন করছেন। খোকসা উপজেলায় বিএনপি ও আওয়ামীলীগের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে উপজেলাবাসী মন্তব্য করেন। তবে ১৯ দলের একক প্রার্থী হওয়ায় তার জয়ই সুনিশ্চিত বলে দাবী উপজেলাবাসীর। কুমারখালী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৯ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক বিএনপি নেতা নুরুল ইসলাম আনছার প্রামাণিক মোটরসাইকেল প্রতীক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান (আনারস) প্রতিক নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামছেন। ভাইস চেয়ারম্যান পদে কুমারখালী উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান অ্যাডভোকেট নিজামুল হক চুন্নু (টিউবওয়েল), জেলা যুবলীগের সদস্য মনির হাসান রিন্টু (জাহাজ), উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক কামাল বিশ্বাস (চশমা) ও কুমারখালী পৌর জামায়াতের আমির আফজাল হোসাইন তালা মার্কা নিয়ে লড়াইয়ে নেমেছেন। সংরতি মহিলা ভাইস চেয়ারম্যান পদে কয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাবেক নেতা মরহুম জামিল হোসেন বাচ্চুর সহধর্মিণী সাদিয়া জামিল কনা (বৈদ্যুতিক পাখা), কুমারখালীর সদকী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদের সহধর্মিণী মেরিনা আক্তার মিনা (কলস), যদুবয়রা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর সাজেদা খাতুন (ফুটবল) ও কুমারখালী উপজেলা মহিলা জামাতের সাধারণ সম্পাদিকা ও আঞ্জুয়ারা জোসনা (হাঁস) প্রতীক নিয়ে লড়ছেন। এ উপজেলায় বিএনপি ও আওয়ামীলীগের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ভোটাররা মন্তব্য করেন।মিরপুর উপজেলার চেয়ারম্যান পদ প্রার্থীরা হচ্ছেনÑ উপজেলা জামায়াতের আমির বর্তমান চেয়ারম্যান হাজী আব্দুল গফুর (মোটরসাইকেল), মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন (আনারস), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হক (দোয়াত-কলম), ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন (চরমোনাই) সিরাজুল ইসলাম (কাপ-পিরিচ) প্রতিকে নির্বাচন করছে। এ উপজেলায় জামায়াত ও আওয়ামীলীগ এবং বিএনপির মধ্যে ত্রিমুখী লড়াই হবে বলে ভোটাররা মনে করছে।ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত আব্দুল আজিজ খান উড়োজাহাজ, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জুমারত আলী চশমা, জাসদ সমর্থিত উপজেলা জাসদের সাবেক প্রচার সম্পাদক বাহাদুর শেখ টিউবওয়েল, স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মারফত আলী মাস্টার টিয়া পাখি ও জয়নাল আবেদীন তালা প্রতীক নিয়ে লড়বেন। সংরতি মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগ নেত্রী শারমিন আক্তার নাসরিন (ফুটবল), বিএনপি নেত্রী লতিফা আক্তার রোজি খানম (হাঁস) ও জামায়াতের মহিলা সদস্য সদরপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য গুলশান আরা (কলস) মার্কা প্রতিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন