বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৭, ২০১৪

স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার ॥ আঁধার থেকে আলো প্রতিবন্ধী ফেডারেশনের সভাপতি আজাহার আলীর সভাপতিত্বে স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদেরাজনৈতিক ও নাগরিক অধিকার বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। গতকাল ইউরোপীয়ান ইউনিয়ন ও ক্যাফোর্ড এর অর্থায়নে, এবং এডিডি ইন্টারন্যাশনাল ও এনজিডিওর সহযোগীতায় কম্পন জেলা প্রতিবন্ধী ফেডারেশনের আয়োজনে, রেফায়েতপুর ইউনিয়ন পরিষদে এই অনুষ্ঠানের আয়োজনে করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রেফায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাহক আলী, তিনি বলেন তার আওতাভুক্ত সকল নির্বাচনীয় কেন্দ্র গুলো যেন প্রতিবন্ধী বান্ধব হয় সেদিকে খেয়াল রাখব,তিনি আরও বলেন প্রতিবন্ধী জনগোষ্ঠির আন্দোলনের সার্থে ইউনিয়ন পরিষদৈর একটি কক্ষ অফিস হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন রেফায়েতপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ মানিক হোসেন তিনি ফেডারেশনের অফিস ঘর তৈরীর জন্য এক বান্ডিল ঢেউটিন দেওয়ার প্রতিশুতি দেন। এছাড়া ও আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যসহ অন্যান্য অতিথী বৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন সবার সাথে বসবো প্রতিবন্ধী ফেডারেশনের সদস্য আঃ হান্নান, সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সবার সাথে জীবন গড়বো প্রতিবন্ধী ফেডারেশনের সভাপতি সাহাদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন এডিডি ইন্টারন্যাশনালের কমিউনিটি মোবিলাইজার আঃ রাজ্জাক।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন