বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৭, ২০১৪

কুষ্টিয়ার ভেড়ামারার বিলশুকা গ্রামে শক্তিশালী বোমা বিষ্ফোরনে ৫ শিশু আহত

   মনির উদ্দীন মনির : কুষ্টিয়ার ভেড়ামারার বিলশুকা গ্রামে মাটিতে পুঁতে রাখা শক্তিশালি বোমার বিষ্ফোরনে ৫শিশু আহত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১টার দিকে উপজেলার ধরমপুর ইউনিয়নের বিলশুকা গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত শিশুদের ভেড়ামারা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভেড়ামারা থানার ওসি পারভেজ ইসলাম জানান, ওই গ্রামের রিয়াজ উদ্দিনে বাড়ির আঙিনার পাশে ফাঁকা স্থানে একই এলাকার আনারুল ইসলামের শিশু বাপ্পি (১১) ও রাব্বি (৪), সানার ছেলে পাপ্পু (২), সেলিমের ছেলে সাকিব (৮) ও শহিদুল ইসলামের ছেলে সিজান (৯) কোদাল নিয়ে খেলতে গিয়ে মাটি কাটার সময় মাটিতে পুঁতে রাখা বোমা বিষ্ফোরন ঘটে তারা আহত হয়। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক । আহতদের মধ্যে বাপ্পি, রাব্বি ও পাপ্পুকে ভোড়ামারা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঁকী ২জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। খবর পেয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও ভেড়ামারা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি পারভেজ ইসলাম আরও জানান, কে বা কারা ওই স্থানে ককটেল বোমাটি পুঁতে রেখেছিল তা খতিয়ে হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন