বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৭, ২০১৪

আজ কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচন ৯৬ টি ভোট কেন্দ্র বুথ ৫৫৯ পৌরসভার সকল কেন্দ্র সহ রয়েছে ৭৮ টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র

কুমারখালী প্রতিনিধি : আজ কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী, সমর্থক ও ভোটারদের মধ্যে নানানো শঙ্খা, উৎকণ্ঠা বিরাজ করছে। অবশ্য প্রশাসনের কঠোর নজরদারী লক্ষণীয়। উপজেলা সহকারী রিটার্নিং’র পক্ষ থেকে সকল ব্যবস্থা সম্পূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নির্ণয় করে সর্বচ্চো সতর্ক অবস্থা গ্রহণ করা হয়েছে। কুমারখালী পৌরসভার মধ্যে তেবাড়িয়া শেরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, তেবাড়িয়া শেরকান্দি বালিকা বিদ্যালয়, কুমারখালী পাইলট বালিকা বিদ্যালয়, কুমারখালী জে এন কেন্দ্র, বাটিকামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়, গট্টিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বেলগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়, খোরশেদপুর উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ অফিস, মহেন্দ্রপুর হাই স্কুল, পুরাতন চড়াইকোল রেজিষ্ট্রার সরকারী প্রাথমিক বিদ্যালয় অধিক ঝুঁকিপূর্ণ সহ ৭৮ টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র নির্ণয় করে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবারে কুমারখালী উপজেলায় পুরুষ ১ লক্ষ ১১ হাজার ৭৬৮ ও নারী ভোটার ১ লক্ষ ১১ হাজার ৬২০ জন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন