বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৭, ২০১৪

দৌলতপুরে বিজিবি-গ্রামবাসী সংঘর্ষ, গুলিবর্ষণ, আহত-১০

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে এক মাদক ব্যবসায়ীকে আটক করাকে কেন্দ্র করে বিজিবির সাথে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেছে বিজিবি। এ ঘটনায় এক বিজিবি সদস্যসহ ১০ জন আহত হয়েছে। বুধবার বিকেল ৫ টার দিকে উপজেলার সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার মহিষকুন্ডি বিজিবি কোম্পানীর একটি টহলদল পাকুড়িয়া গ্রামে অভিযান চালায়। এ সময় লাবু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি। তবে আটক লাবুর কাছে থেকে কোন মাদকদ্রব্য পাওয়া যায়নি। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী লাবুকে ছাড়িয়ে নিতে বিজিবির উপর হামলা করলে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় গ্রামবাসীর তোপের মুখে আটক লাবুকে ছেড়ে দেয় বিজিবি। সংঘর্ষে নুরুল ইসলাম নামে বিজিবির এক সদস্য ও দিপন, সুজন, সবুজ, মিনারুল, আসিক, জীবন, তারিক সহ প্রায় ১০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে বিজিবি ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। শেষ খবর পর্যন্ত কয়েকশত এলাকাবাসী সেখানে অবস্থান নিয়ে আছে। ৩২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর তারেক মাহমুদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেন এ ধরনের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন