বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ২৭, ২০১৪

নিরাপত্তাহীনতায় নির্যাতিত ছাত্রী

কুষ্টিয়ায় কলেজ ছাত্রী নিপীড়নের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ায় কলেজ ছাত্রী নিপীড়নের ঘটনায় শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ওই ছাত্রীকে মারধরের ঘটনা ঘটলেও পুলিশ এখনও পর্যন্ত শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী তুফানকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে কলেজের শিক্ষার্থীরা। বুধবার বেলা বারটার দিকে ইয়াবা ব্যবসায়ী তুফানকে গ্রেফতার দাবীতে কুষ্টিয়া সরকারী কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা অবিলম্বে ছাত্রী নিপীড়নকারী তুফানকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, এক দিন পার হয়ে গেলেও পুলিশ তুফানকে আটক করতে ব্যার্থ হয়েছে। তারা পুলিশের এ আচরণে ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষুদ্ধ ছাত্রীরা জানান, ইয়াবা ব্যবসায়ী তুফান দীর্ঘদিন ধরে স্কুল-কলেজের ছাত্রীদের ইভটিজিং করে আসছে। গত মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় অবস্থিত সিভিল সার্জন অফিসের কর্মচারী আব্দুল কুদ্দুসের ৫ তলা ভবনের হোস্টেলের এক ছাত্রী পাশের একটি দোকান থেকে তেল কিনে ফেরার পথে তুফান তাকে উত্যক্ত করে। এ সময় ওই ছাত্রীসহ তার দুই বান্ধবী প্রতিবাদ করলে তুফান পেছন থেকে এক ছাত্রীকে লাথি মারে। এরপর গালে চড় মারতে থাকে। মেয়েটি পড়ে গেলে তুফান হাতে থাকা লাঠি দিয়ে তাকে শত শত লোকের সামনে বেধড়ক পেটাতে থাকে। এতে ওই ছাত্রী সেখানেই অচেতন হয়ে পড়েন। পরে ছাত্রীনিবাসের ছাত্রীরা খবর পেয়ে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রাত আটটার দিকে অর্ধ-শতাধিক ছাত্রী তুফানের বিচারের দাবীতে কুষ্টিয়া মডেল থানায় উপস্থিত হয়ে বিক্ষোভ করে। আধা ঘন্টা বিক্ষোভ করার পর পুলিশ ওই ইয়াবা ব্যাবসায়ীকে গ্রেফতারের ঘোষণা দিলে বিক্ষুদ্ধ ছাত্রীরা থানা কমপাউন্ড ত্যাগ করে। এলাকাবাসী জানায়, ওই যুবক প্রায়ই মেয়েদের উত্ত্যক্ত করে। সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হওয়ায় ভয়ে কেউ কোনো প্রতিবাদ করার সাহস পায় না। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক বলেন, তুফানকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি।কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন বলেন, ওই মেয়ে লিখিত কোন অভিযোগ করেনি। তারপরও পুলিশ গ্রেফতারের চেষ্টা করছে। পুলিশ বাদী হয়ে নারী নির্যাতন মামলা করতে পারে না।এদিকে নিপীড়নের শিকার ওই ছাত্রী জানান, থানায় মৌখিক অভিযোগ করে অবস্থা বির্পযস্ত, মামলা করে নিরাপত্তা পাওয়ার নিশ্চয়তা না থাকায় লিখিত অভিযোগ করা সম্ভব হয়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন