বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০১৪

কুষ্টিয়ার দুই ভুয়া সাংবাদিককে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়া শহরতলীর মিলপাড়া কলোনীতে মাদক সেবন করা ও প্রতারণার দায়ে মারুফ হোসেন (৩০) ও শফিকুল ইসলাম (২৭) নামে দুই ভুয়া সাংবাদিককে প্রত্যেকের এক বছর করে কারাদন্ড দিয়ে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেল সাড়ে ৪টায় শহরের মিলপাড়া কমিউনিটি পুলিশিং ফোরামের অফিসে এ কারাদন্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খোদেজা খাতুন ।  আদালত সুত্রে জানা যায়, সকালে শহরের মিলপাড়া বস্তিতে সাংবাদিকের পরিচয় দিয়ে মাদক সেবন করছিল মারুফ ও শফিকুল। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে স্থানীয় কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যদের বিষয়টি অবগত করেন। পরে পুলিশিং ফোরামের সদস্যরা খোঁজ
খবর নিয়ে দেখে তারা ভূয়া সাংবাদিক। এসময় তারা ওই দুইজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।  পরে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খোদেজা খাতুনের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেককে এক বছর করে কারাদন্ড প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন