বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০১৪

কুমারখালীতে ভ্রাম্যমান আদালতে ১৭ হাজার টাকা জরিমানা

শরীফুল ইসলাম, কুমারখালী প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে গতকাল ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। আদালত অপরিচ্ছন্নতার অপরাধে হোটেল মালিককে ১০০০/= টাকা, ফল বিক্রেতা শাজাহান ও ইসলামকে পৃথকভাবে ১০০০/= টাকা এছাড়া বহুল আলোচিত হাজী ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ হরলিক্স রাখায় ১০,০০০/= এবং খন্দকার ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ গুড়া দুধ রাখার অপরাধে ৫,০০০/= সহ সর্বমোট ১৭,০০০/= হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বেলা অনুমান দেড় ঘটিকার সময় ১ম শ্রেণীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন। স্যানেটারী ইন্সপেক্টর সেলিনা আখতার এবং কুমারখালী থানার সাব ইন্সপেক্টর রাজিব আল রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগীতা করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন