বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০১৪

পোড়াদহে মোবাইল কোর্ট এর মাধ্যমে ভোক্তা অধিকার ও তামাক নিয়ন্ত্রণ আইনের অধীনে ১৭০০০ টাকা জরিমানা আদায়

গতকাল বেলা ৩টার সময় কুষ্টিয়ার পোড়াদহ রেলগেট সংলগ্ন ফলের দোকানগুলোতে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব আজাদ জাহান এর নেতৃত্বে পোড়াদহ আহাম্মদপুর ক্যাম্প ইনচার্জ বদিউর রহমান, এএসআই আমির হোসেন ও রেলওয়ে থানার এএসআই মো: সেলিম হোসেনের সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর অধিনে ৪২ ধারায় ফরমালিনযুক্ত ফল পাওয়ায় জুনাইদ ও লোকমান ফল ভান্ডার হতে প্রত্যেককে চার হাজার টাকা করে আট হাজার টাকা এবং মুকুল ফল ভান্ডার হতে ২০০০ টাকা জরিমানা আদায় করা হয়। পরে পোড়াদহ রেলওয়ে জংশন ষ্টেশনে গিয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৩ অধিনে পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে যুবক রিফাত,নাঈম,ওহিদুল, ইদ্রিস ও আকরামুল ৫ জনের নিকট হতে ১৫০০ টাকা এবং হোটেল রাজ্জাক হতে বিশুদ্ধ খাদ্য
অধ্যাদেশ ১৯৫৯ এর ৬ ধারায় ৫০০০ টাকা এবং ভোজনালয় হোটেল আবু তালেব হতে দন্ডবিধি ২৭৩ এর অধিনে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাফ‘র নির্বাহী পরিচালক ও জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য মীর আব্দুর রাজ্জাক, পোড়াদহ ইউপি‘র সাবেক সদস্য সেলিম হাসান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন