বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০১৪

কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের মাল্টিমিডিয়া ক্লাস উদ্বোধন মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি পাবে -সৈয়দ বেলাল হোসেন

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের মাল্টিমিডিয়া ক্লাস রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ক্লাস রুমে প্রধান অতিথি থেকে এ মাল্টিমিডিয়া ক্লাস রুমের শুভ উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সভাপতি জেলা প্রশাসকের সহধর্মিনী মিসেস রেহানা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল-ফেরদৌস, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মোস্তফা কামাল। আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট আনার কলি মাহাবুব, এনডিসি রাসেল মিয়া, কুষ্টিয়ার নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ আশরাফুজ্জামান, মৌসুমী আফরিদা, কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মৃণাল কান্তি সাহা, সহকারী প্রধান শিক্ষক আফরোজা আক্তার ডিউ। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ বেলাল হোসেন বলেন, বিশ্বায়নের যুগে কম্পিউটারের বিকল্প কিছু নেই। দেশ এখন এগিয়ে যাচ্ছে কম্পিউটারের যথাযথ ব্যবহারের ফলে। কুষ্টিয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা করা গেলে শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে। শিক্ষার্থীদের সহজ ও সরলভাবে শিক্ষাদানের জন্য মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা জরুরী। কুষ্টিয়া কালেক্টরেট
স্কুলের শিক্ষার্থীরা মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে শিক্ষার জ্ঞান আরো বৃদ্ধি পাবে। প্রতিটি শিক্ষার্থীরা যদি এ মাল্টিমিডিয়া ক্লাস করে তাহলে দিন দিন উন্নতির দিকে ধাবিত হবে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন