বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০১৪

ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যার প্রতিবাদে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকদের মানববন্ধন


স্টাফ রিপোর্টার ॥ ফিলিস্তিনে ইসরাইলের বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে মানববন্ধন করেছে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকরা। বুধবার দুপুর সাড়ে বারটায় কুষ্টিয়ার এনএস রোডের বকচত্বরে আয়োজিত মানববন্ধনে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, দৈনিক কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক নেতা মজিবুল শেখ, এনটিভির কুষ্টিয়াস্থ স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ পিনু, চ্যানেল নাইনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি রাজু আহমেদ প্রমুখ। এ মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা শিক্ষক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাবুব আলী, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায় প্রমুখ। বক্তারা বলেন, জাতিসংঘসহ বিভিন্ন সংগঠন ও দেশের মধ্যস্থতা ও অনুরোধকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সপ্তাহব্যাপী হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইহুদীবাদী ইসরাইল। এতে নারী শিশুসহ অসংখ্য সাধারণ মানুষের জীবন ঝরে গেলেও দেশটি নিজেদের নির্মম সিদ্ধান্তে অটল। অব্যাহত এ নির্মমতা বৈশ্বিক রাজনীতি ও বিশ্ব মানবতার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন