বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০১৪

কুষ্টিয়া দৌলতপুরে ছিনতাইকারী সন্দেহে ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার-৪

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতাঃ  কুষ্টিয়ার দৌলতপুরে ছিনতাইকারী সন্দেহে ছাত্রলীগের সাবেক দুই নেতাসহ চারজনকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।ছিনতাই বা বড় ধরনের অপরাধ কর্মকান্ড ঘটানোর প্রস্তুতি নেয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে দাবী করেছে পুলিশ।দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাশেদুল আলম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শিতলাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক থেকে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়। ছিনতাইয়ের উদ্দেশ্য শিতলাইপাড়া গ্রামের বখতিয়ার রহমান বাচ্চু (৩৬) রাজন (২৪) মন্টু (৩৩) ও খাইরুল (৩৫) সশস্ত্র অবস্থায় ওই সড়কে অবস্থান নেয়ার গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে এবং তাদের কাছ থেকে একটি ধারালো চাকু চেইনসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে।দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান,
ছিনতাই করার উদ্দেশ্যে ঐ চারজন ছিনতাইকারী শিতলাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দৌলতপুর-কাতলামারী সড়কে সশস্ত্র অবস্থানকালে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতদের পরিবার জানায়, তারা তাদের বাড়ির সামনে রাস্তার উপর দাড়িয়ে গল্প করছিল। এসময় পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। এ ঘটনায় দৌলতপুর থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট শরীফ উদ্দিন জানান, আটককৃত বখতিয়ার রহমান বাচ্চু দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মন্টু দৌলতপুর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং চারজনই যুবলীগের কর্মী বলে তিনি দাবী করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন