মঙ্গলবার, জুলাই ২২, ২০১৪

কওমি মাদরাসা শিক্ষা বোর্ড পরীক্ষায়

কুষ্টিয়ার আশরাফুল উলূম মাদরাসার ছাত্রদের ঈর্ষণীয় সাফল্য

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)- এর অধীনে অনুষ্ঠিতব্য ৩৭তম কেন্দ্রীয় পরীক্ষার বিভিন্ন মারহালায় (শ্রেণি) বরাবরের মত এবারো আশরাফুল উলূম মাদরাসা মঙ্গলবাড়ীয়া বাজার কুষ্টিয়ার ছাত্ররা ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। বারের কেন্দ্রীয় পরীক্ষায় সারাদেশ থেকে ৭টি মারহালায় অংশগ্রহণকারী মোট ৬৩ হাজার ৩৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে আশরাফুল উলূম মাদরাসা মঙ্গলবাড়ীয়া বাজার কুষ্টিয়ার ১৭ জন মেধাবী ছাত্র সম্মিলিত মেধাতালিকায় স্থান লাভ করেছে। হিফযুল কুরআন মারহালা থেকে ওহীদুজ্জামান- ৩য়; ইবতিদাইয়্যাহ মারহালা থেকে হাবীবুর রহমান- ১৪তম, মুজ্জাম্মেল হক- ২৫, ইমতিয়াজ মাহমূদ আনাস- ৩৩, নূরুল ইসলাম- ৫৩, আব্দুল কাদের- ৫৫, আলী হুসাইন-৫৬, সুলতান মাহমূদ- ৬২, মহীউদ্দীন- ৬৯, মু’তাসিম বিল¬াহ- ৭১, ও আব্দুর রহমান- ৮০; মুতাওয়াসসিতাহ মারহালা থেকে নূরুল ইসলাম- ৩৯, মঞ্জুর কাদের- ৪৯, নাজমূল ইসলাম- ৫৪, খায়রুল আনাম- ৫৮, ও রাকিবুল ইসলাম- ৬৬; এবং মারহালায়ে ফযীলত (স্নাতক ডিগ্রী)
থেকে আল আমীন- ২৬। উলে¬খ্য উন্নত তা‘লীম-তারবিয়ত এবং ছাত্রদের প্রতি আন্তরিকতায় সুখ্যাতি অজর্নকারী এই মাদরাসায় জায়গা না থাকার কারনে প্রতি বছর ফিরে যেতে হচ্ছে ভার্তিচ্ছু অনেক ছাত্রকে। তাই আল¬াহর উপর ভরসা করে ২০১৩ সালে মাদরাসা সংলগ্ন ২০ কাটা জামি ক্রয়করতে গিয়ে প্রায় ৩৪ লক্ষ টাকা ঋণগ্রস্থ। মাদরাসায় গরিব-এতীম ছাত্রদের জন্য রয়েছে লিল¬াহ বোডিংয়ের ব্যবস্থা এবং মেধাবী ছাত্রদের জন্য রয়েছে বৃত্তিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা। উক্ত মাদরাসার সভাপতি খোরশেদ আলম খোশাল মেম্বর ও মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ আবু দাউদ সকল মুসলিম ভাই বোনদের আন্তরিক দুআ ও সহযোগিতা কামনা করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন