মঙ্গলবার, জুলাই ২২, ২০১৪

গাংনী হাসপাতালের পুরুষ ওয়ার্ড নির্পোট বিভাগে স্থানান্তর

মেহেরপুর প্রতিনিধি : অনেক আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে গাংনী পৌর মেয়রের হস্তক্ষেপে স্বাস্থ্য ও পরিবার কল্যামন্ত্রণালয়ের উর্দ্ধতম কর্তৃপক্ষের নির্দেশে গাংনী হাসসপাতালের বহুল পুরাতন জরাজীর্ন পুরুষ ওয়ার্ডটি আন্চলিক প্রশিক্ষন কেন্দ্র (নির্পোট) বিভাগে স্থানান্তর করা হয়েছে। গতকাল সোমবার সকালে আনুষ্ঠানিক ভাবে হাসপাতালের স্বাস্থ্যও পঃপঃকর্মকর্তার উদ্যোগে সকল কর্মকর্তা ও কর্মচারির সহযোগীতায় গাংনী বাসির দীর্ঘদিনের এ আকাঙ্খা সাময়িক ভাবে হলেও পুরুন হয়েছে। টি এইচ এ মনিরুল হকের এ মহতি উদ্যোগকে গাংনী বাসি স্বাগত জানিয়েছেন। হাসপাতাল সুত্রে জানিয়েছে সর্বমোট ১৬ টি বেড তন্মধ্যে ১০ টি নতুন ও ৬ টি পুরাতন সাজানো হয়েছে এর মধ্যে ১ টি বেড মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত রয়েছে। গত ২ মাস আগে ৫ লক্ষ টাকামুল্যের অত্যাধুনিক জেনারেটর স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত অত্র এলাকার জনৈক
উর্দ্ধতন কর্তৃপক্ষের ঐকান্তিক প্রচেষ্টায় এ হাসপাতালে এসে পৌছালেও গাংনী হাসপাতাল কর্তপক্ষের উদাসিনতার কারনে সামান্য বৈদ্যতিক ওয়াইরিং এর অভাবে চালু না হয়ে বিকল হওয়ার পথে। যে কোনো মুল্যে জেনারেটরটি চালূ করনের জন্য স্থানীয় জনপ্রতিনিধি সহ ভুক্তভোগী সাধারন মানুষ দাবি জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন