মঙ্গলবার, জুলাই ২২, ২০১৪

কুষ্টিয়ায় ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্টাফ রিপোটার : বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুষ্টিয়া জেলা ও শহর শাখার উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ আছর স্থানীয় পালকি চাইনিজ রেষ্টুরেন্টে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইসলামী ছাত্র মজলিস কুষ্টিয়া জেলা সভাপতি মু. আজম আলীর সভাপতিত্বে এবং কুষ্টিয়া শহর শাখার সভাপতি মু. শরিফুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি আবদুল হাফিজ খসরু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক সিরাজুল হক, খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক আজিরুল ইসলাম । বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিস মেহেরপুর জেলা সভাপতি মু. আল-আমীন, কুষ্টিয়া জেলা সেক্রেটারি মু. সেলিম রেজা, সাবেক জেলা সভাপতি ইব্রাহিম খলিল, হাসান আল-মাহমুদ লিওন, সাবেক জেলা সেক্রেটারি তাওহীদুল ইসলাম তুহিন প্রমূখ। এসময় আরো উপস্থিত ছিলেন ড্যাব কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ নেহেরুল হক, ইশা ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ওমর ফারুক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি আবদুল হাফিজ খসরু বলেন, মাহে রমজান ত্বাকওয়া অর্জনের মাস। ত্বাকওয়া অর্জনের মাধ্যমে মাহে রমজান সকল মানুষকে মন্দ ও পাপ কাজ থেকে বিরত রাখে। সমাজের সকল অসংগতি ও মন্দ কাজ কমিয়ে আনতে রমজানের শিক্ষা
অপরিসিম। রহমত, মাগফেরত ও নাজাতের মাসে মহান প্রভূর সান্নিধ্য লাভের জন্য ব্যক্তি নিজেকে সকল অপকর্ম থেকে মুক্ত রেখে আত্ম গঠনের শিক্ষা পায়। মুসলমানের জীবনে এক শ্রেষ্ঠ নিয়ামত হল রোজা। মাহে রমজান যেমন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজেকে সংযত রাখে তেমনি কোরআন নাযিলের এ মাসে রমজানের পবিত্রতা রক্ষা করে আমাদের সকলকে বেশি করে ইবাদত করার প্রয়োজন। ইনসাফপূর্ণ সমাজ গঠনে রমজানের শিক্ষাকে কাজে লাগাতে সকলের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, নিরীহ ফিলিস্তিনিদের উপর আগ্রাসী ইসরাঈলী বাহিনীর বর্বর হামলা প্রাচীন মধ্যহস্তি বাহিনীকেও হার মানাচ্ছে। বিশ্বের মানবধিকার সংগঠন গুলোর নিরবতা তৈরী করেছে মানুষের মধ্যে তীব্র সন্দেহ, মানবীয় মতবাদ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে তাই এহেন পরিস্থিতিতে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ইসলামী সমাজ বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন