মঙ্গলবার, জুলাই ২২, ২০১৪

কুষ্টিয়া পৌরসভায় ইউপিপিআর প্রকল্পের স্থায়ীত্বকরণ বিষয়ক কর্মশালা

হাওয়া ডেস্ক : কুষ্টিয়া পৌরসভার পৌর পরিষদের সাথে কুষ্টিয়া বাস্তবায়নাধীন নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের স্থায়ীত্বকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে ম. আ. রহিম মিলনায়তনে কুষ্টিয়া পৌরসভা বাস্তবায়নাধীন নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ প্রকল্প এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। দুইদিন ব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মোহাঃ মাকসালীন ও প্রকল্পের প্রশিক্ষণ সমন্বয়কারী মি. শান্তনু কুমার সাহা। প্রকল্পের কার্যক্রম স্থায়ীত্বকরণ বিষয়ে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আনোয়ার আলী বলেন, ইউপিপিআর প্রকল্প শহরের দরিদ্র ও হতদরিদ্র মানুষের উন্নয়নে ব্যাপক অবদান রেখেছে। নগর দারিদ্র হ্রাসকরণে এটি নিঃসন্দেহে সবচেয়ে ভালো প্রকল্প। এই প্রকল্পের কাজ তখনই টেকসই হবে যখন পৌরসভার আর্থিক সক্ষমতা বাড়বে এবং প্রশিক্ষিত কর্মী বাহিনী তৈরী হবে। কিন্তু বাস্তবতা হলো বেশীর ভাগ পৌরসভার সেই সক্ষমতা নেই। তাই তিনি সরকার, স্থানীয় সরকার এবং প্রকল্প তিন পক্ষকেই একটি নতুন প্রকল্প প্রণয়নের বিষয়ে একত্রে কাজ করার উপর জোড় দেন। তিনি আরো বলেন, প্রকল্পের কার্যক্রমকে স্থায়ী করতে হলে কমিউনিটি সংগঠনসমূহের মধ্যকার একতা ও টিমওয়ার্ক ধরে রাখার জন্য কাজ চালিয়ে যেতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে প্রকল্পের প্রশিক্ষণ সমন্বয়কারী মি. শান্তনু কুমার সাহা বলেন, প্রকল্পের স্থায়ীত্বকরণ কৌশল বর্ণনা করতে গিয়ে তিনি কমিউনিটি সংগঠনসমূহকে শক্তিশালীকরন, পৌরসভার সক্ষমতা বৃদ্ধি,
সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে পার্টনারশীপ জোরদারকরণ এবং সর্বোপরি প্রকল্পের ইতোপূর্বে বান্তবায়িত অবকাঠামো ও আর্থ-সামাজিক কার্যক্রমসমূহ টেকসইকরনের উপর জোর দেন। এই কৌশলগুলি বান্তবায়নের জন্য পৌরসভার সাথে ইতিপূর্বে প্রণিত যৌথ কর্মপরিকল্পনা বান্তবায়নের উপর আলোকপাত করেন। উপ-প্রকল্প পরিচালক জনাব মাকসালীন বলেন, দাতা সংস্থাগুলি এখন আর আগের মতো একক ভাবে সহায়তা করতে চায় না। তারা চায় সরকার, স্থানীয় সরকার, কমিউনিটি সকলের অংশীদারিত্বমূলক প্রকল্পে অর্থ সহায়তা করতে। তাই আমাদেরকেও সেভাবে প্রস্তুতি নিতে হবে। এছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র মতিয়ার রহমান মজনু, কাউন্সিলর আকতার হোসেন, আনিছ কোরাইশী, খান এ করিম অকুল, সাইফ-উল-হক মুরাদ, রেহেনা আহমেদ, আনোয়ারা ইসলাম, নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম ও বস্তি উন্নয়ন কর্মকর্তা এ কে এম মঞ্জরুল ইসলাম। কর্মশালাটি পরিচালনা করেন নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের টাউন ম্যানেজার আনিছুর রহমান।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন