মঙ্গলবার, জুলাই ২২, ২০১৪

কমরেড লুৎফুর রহমানের স্মরন সভা অনুষ্ঠিত

মনির উদ্দীন মনির ভেড়ামারা : বাংলাদেশে ওয়ার্কার্স পার্টির কুষ্টিয়া জেলার সাবেক সম্পাদক, এই অঞ্চলের নির্ভিক ও বর্ষিয়ান নেতা, ভেড়ামারা কলেজের সাবেক শিক্ষক, প্রয়াত কমরেড অধ্যাপক লুৎফর রহমানের তৃতীয় মৃত্যু বার্ষিকী গতকাল সোমবার পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে দৌলতপুর উপজেলার কামালপুরের গ্রামের বাড়িতে দলীয় এবং পারিবারিক ভাবে দিনব্যাপী নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। দুপুর সাড়ে ১২টায় কমরেড অধ্যাপক লুৎফর রহমানের পারিবারিক গোরস্থানে পুষ্পমাল্য অর্পন করা হয়। এরপর কামালপুর স্কুল মাঠে স্মৃতিচারন সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় ও স্থানীয় পর্য্যায়ের কমরেডগন বক্তব্য রাখেন। কুষ্টিয়া জেলা ওয়াকার্স পার্টির সভাপতি কমরেড ফজলুল হক বুলবুল’র সভাপতিত্বে এবং ভেড়ামারা ওয়াকার্স পাটির সম্পাদক এবং কমরেড লুৎফুর রহমানের পুত্র লুৎফুল হক পাপ্পানা’র প্রানবন্ত সঞ্চালনায় স্মৃতিচারন মুলক সভায় বক্তব্য রাখেন, ওয়াকার্স পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য কমরেড মজিবুর রহমান, সাম্যবাদী দলের কুষ্টিয়া জেলা
সম্পাদক কমরেড আনোয়ার হোসেন বাবলু, কুষ্টিয়া কমিউনিষ্ট পার্টির জেলা সদস্য কমরেড শামসুজ্জোহা, ওয়াকার্স পাটির জেলা সদস্য আনিচুর রহমান মিঠুন, গনতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. জহুরুল ইসলাম, তেল, গ্যাস, খনিজ ও বন্দর রক্ষা কমিটির কুষ্টিয়া জেলা সদস্য অধ্যাপক শফিউল ইসলাম, কুষ্টিয়া জেলা সাধারন সম্পাদক কমরেড হাফিজ সরকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন