মঙ্গলবার, জুলাই ২২, ২০১৪

১০ কিলিমিটার যানজটের সৃষ্টি


কুষ্টিয়া-মেহেরপুর সড়কে সিএনজি ও অটো রিক্সা মালিক ও শ্রমিকদের অবরোধ

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় মহাসড়কে চলাচলে বাধা দেয়ার প্রতিবাদে কুষ্টিয়া-মেহেরপুর সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে সিএনজি ও অটো রিক্সা মালিক ও শ্রমিকরা। এতে ওই সড়কে দুই ধারে শ’শ’ যাত্রীবাহী গাড়ীসহ সকল প্রকার যানবাহন আটকা পরে। ফলে ১০ কিলিমিটার যানজটের সৃষ্টি হয়। ভোগান্তীতে পড়ে যাত্রীরা। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।। জেলা সিএনজি ও অটো রিক্সা মালিক-শ্রমিক সমিতি সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুষ্টিয়া পল্ল¬ী বিদ্যুাৎ সমিতির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এ অবরোধ পালন করে।  বিক্ষোভকালে ভ্যাট ট্যাক্স দিয়ে কেনা বৈধ সিএনজি ও অটো রিক্সা সকল সড়কে চলাচলের দাবী জানিয়ে জেলা
সিএনজি ও অটো রিক্সা মালিক- শ্রমিক সমিতির সভাপতি শামীম আহম্মেদ ও সাধারণ সম্পাদক উজ্জ্বল আমেদ। এসময় তারা বলেন, তাদের সিএনজি ও অটো রিক্সা রেজ্রিষ্টেশন, রোড ট্যাক্স, টোকেন. ইন্স্যুরেন্সসহ সকল বৈধ কাগজপত্রাদি থাকার পরেও বাস-মিনিবাস মালিক সমিতির লোকজন ও পুলিশ প্রশাসন তাদেরকে মহাসড়কে চলতে বাধা দিচ্ছে। ইতিমধ্যে সিএনজি-অটো রিক্সা মালিকদের ধরে বিভিন্ন সড়কে মারধর করা হয়েছে। ইতিমধ্যে স্মারকলীপী দিয়ে বিষয়টি জানানো হলেও জেলা প্রশাসন এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করছে না, দাবী করে তারা বলেন দ্রুত এই সমস্যার সমাধান করা না হলে আরো কঠোর আন্দোলনের ঘোষনা দিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন