মঙ্গলবার, জুলাই ২২, ২০১৪

মেহেরপুর গাংনীতে ইসরায়েলী পণ্য বর্জনের ঘোষণা

আক্তারুজ্জামান, মেহেরপুর : গাজায় ইসরায়েলী হায়েনাদের নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে মেহেরপুরের গাংনী শহরে মানব বন্ধন করেছে জাগ্রত মুসলিম জনতা নামের একটি সংগঠন। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে গাংনী বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত মানব বন্ধনে ইসরাইলের সকল পণ্য বর্জনের ঘোষণা দেয়া হয়।  ‘হামলা বন্ধ কর, নয়তো জাতিসংঘ ও ওআইসি বিলুপ্ত কর’ এই স্লোগানে হাজারো মুসলিম জনতা মানব বন্ধনে অংশ গ্রহণ করেন। ইসরাইলের একতরফা হামলায় গাজার নারী ও শিশুসহ নির্বিচারে মানুষ হত্যার তীব্র প্রতিবাদ জানানো হয়। মানব বন্ধনশেষে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুততা সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে বিশেষ দো’আ মোনাজাত করা হয়। গাংনী বাজার কমিটির সভাপতি হাফিজুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাংবাদিক মাহবুব আলমের সঞ্চালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন গাংনী বাজার জামে মসজিদের ঈমাম হাজী মহসিন আলী, গাংনী বাজার জামে মসজিদের ঈমাম মাও. রুহুল আমিন, মাও. আব্দুল কাদের, মাদ্রাসা পাড়া জামে মসজিদের ঈমাম সাইফুল ইসলাম, গাংনী বিএম কলেজের প্রভাষক ওয়াহিদ বিন হোসেন মিন্টু, সৈনিক লীগ নেতা রবিউল ইসলাম, সাংবাদিক মাজেদুল হক মানিক, ফারুক আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু, সম্পাদক বিপ্লব হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।  বক্তারা আরো বলেন, বেশ কিছু দিন থেকেই বিমান ও স্থল হামলা চালিয়ে নির্বিচারে নিরিহ
মুসলমানদের হত্যা করা হচ্ছে। কিন্তু বিশ্ব বিবেকের প্রতিবাদ নেই। ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে জাতিসংঘ ও ওআইসি। তাই হত্যা ও হামলা বন্ধে বিশ্বের ৮১টি মুসলিম রাষ্ট্র কর্তৃক ইসরাইলের সাথে সমস্ত সম্পর্ক ও পণ্য বর্জন এবং সমস্ত স্থল ও আকাশ পথ ইসরাইলের চলাচলের জন্য বন্ধ করা ও আমেরিকা, বিট্রেনসহ তাদের দোসররা যারা মানবাধিকারের কথা বলে গলা ফাটায় তাদের নিরবতার জবাব চাওয়াসহ ছয়টি দাবি পেশ করা হয়। পাশাপাশি প্রতিবাদ অব্যহত রাখার ঘোষণা দেন আয়োজকরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন