শুক্রবার, নভেম্বর ২৮, ২০১৪

বটতেল ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিবাদ কর্মশালা অনুষ্টিত

স্টাফ রিপোর্টার : অধ্য শিশু  বিবাহ প্রতিরোদ বিদ্যমান আইন ও আমাদের করনীয় বিষয়ে শীর্ষক কর্মশালা বটতৈল ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়, উক্ত সভার সভাপতিত্ব করেন, সুযোগ্য চেয়ারম্যান আব্দুল মজিদ বাবল,ু অনুষ্ঠনের শুরুতে শভেচ্ছ বক্তব্য প্রদান করেন পরিষধের সচিব ,ছানোয়ার হোসেন। বাল্য বিবাহ সমাজের জন্য একটি মারাক্তক ব্যধি এই  শ্লোগানকে সামনে রেখেই বাল্য বিবাহের সুফল ও কুফল সম্পর্কে দির্ঘক্ষন আরোচনা করেন। বটতৈল ইউনিয়নের খাজানগর দাখীল মাদ্রাসার ও বটতেল ও কবুর হাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ,ঈমাম কাজী মনিরুজ্জামান এবং বটতৈল ইউনিয়ন পরিষদের মেম্বার বৃন্দ  উক্ত আরোচনার শেষে বাল্য বিবাহ প্রতিরোধে সম্মতিতে
২৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।  উক্ত অনুষ্ঠানের সার্বিক সারমর্ম তুলে ধরেন সবার মাঝে ও ব্যপক আলোচনা করেন দি হাঙ্গার প্রয়েক্টের রিজিওনাল কো অঢিনেটর মো: খোরসেদ আলম অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন ইউনিয়ান সমন্নয় কারী  মনিরা খাতুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন