শুক্রবার, নভেম্বর ২৮, ২০১৪

মুক্তির উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

গতকাল মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পারিবারিক সিহংসতা কমিয়ে এনে নারী অধিকার উন্নয়ন প্রকল্পের খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের হিলালপুর মডেল গ্রামে সকাল ১১ টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য ও ইউপি সদস্য সীমা খাতুন। সভায় বক্তব্য রাখেন উপজেলা পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ডা: অরুন বিশ্বাস, মেড়াগাছা ইউনিয়ন পারিবারিক নির্যাতন প্রতিরোধ কিমিটির সভাপতি কায়সার উল- আলম সৈয়দ, উপজেলা পারিবারিক নির্যাতন প্রতিরোধ কিমিটির সদস্য মিতারানী সরকার। হিলালপুর সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মুন্সী টিপুসুলতান। সভায় প্রধান আলোচক ছিলেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী জায়েদুল হক মতিন। স্বাগত বক্তব্য রাখেন
খোকসা উপজেলা প্রোজেক্ট অফিসার তাপিকুল ইসলাম। প্রবন্ধ পাঠ করেন জয়ন্তীহাজরা ইউনিয়নের প্রকল্প সহায়ক কমল কুমার বিশ্বাস। সভা পরিচালনা করেন হিলালপুর মডেল গ্রামের ভলান্টিয়ার আফরোজা খাতুন। সহযোগিতা করেন মোড়াগাছা ইউনিয়নের প্রকল্প সহায়ক রোকেয়া খাতুন ও সার্বিক সহযোগিতায় ছিলেন গোপগ্রাম ইউনিয়ন প্রকল্প সহায়ক রওশন জোয়ার্দ্দার ও জয়ন্তী হাজরা মডেল গ্রামের ভলান্টিয়ার হাফিজা খাতুন। প্রেস বিজ্ঞপ্তি। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন