শুক্রবার, নভেম্বর ২৮, ২০১৪

বিতর্কিত জাসদ নেতার ঔদ্যত্বপূর্ণ আচরনে

কুমারখালীতে বিজয় দিবসের প্রস্তুতি সভা বর্জন করল ১১ ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যাক্তিরা

স্টাফ রিপোর্টার : বিজয় দিবস ২০১৪ পালনের প্রস্তুতি সভায় কুষ্টিয়া জেলার কুমারখালীতে বিতর্কিত এক জাসদ নেতার ঔদ্যত্বপূর্ণ আচরনে উক্ত সভা বর্জন করেছে ১১ ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যাক্তিরা। তারা আগামী বিভিন্ন সভাতে উপজেলায় এ জাতীয় বিতর্কিত ব্যক্তিকে না ডাকার জন্য ও প্রতিবাদ জানিয়ে ইউ এন ও এবং উপজেলা চেয়ারম্যন এর কাছে জোর অনুরোদ করেছেন। জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় ইউ এন ওর কার্যালয়ে বিজয় দিবস ২০১৪ এর প্রস্তুতি সভা শুরু হলে কুমারখালরি বিতর্কিত জাসদ নেতা এটিএম আবুল মনছুর মজনু বলেন, আজকের সভায় কোন জামায়াত নেতা থাকবেনা, থাকলে এই সভা করতে দেয়া হবেনা। এসময় ইপজেলা ভাইস চেয়ারম্যান পৌর জামায়াতের আমির আফজাল হোসাইন তীব্র প্রতিবাদ জানিয়ে নিজের রুমে চলে আসেন। তখন উপস্থিত ১১টি ইউপি চেয়ারম্যানও প্রতিবাদ জানালে হট্টগোলের সৃষ্টি হয়। বন্দ হয়ে যায় সভা। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরাও এসময় সভা বর্জন করেন। পরে চেয়ারম্যানগন ভাইস চেয়ারম্যানের রুমে
একত্রিত হয়ে বিষয়টি জোরালো ভাবে ইউএনও এবং উপজেলা চেয়ারম্যানকে জানালে তারা বিতর্কিত জাসদ নেতা মজনুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। উল্লেখ্য, কুমারখালী উপজেলা পরিষদের ২জন ভাইস ও ২জন ইউপি চেয়ারম্যান রয়েছেন। জাসদ নেতা মজনু উপজেলা পরিষদের কোন কমিটির সদস্য না হয়েও প্রতি সভায় উপস্থিত হয়ে বরাবরই বিভিন্ন বিতর্কিত কথা বলে থাকে বলে কয়েকজন ইউপি চেয়ারম্যান জানিয়েছেন। বিষয়টি গতকাল কুমারখালীতে আলোড়ন তুলেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন