শুক্রবার, নভেম্বর ২৮, ২০১৪

কুষ্টিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

বাংলাদেশ জাতীয়  মহিলা আইনজীবী সমিতি কর্তৃক পরিচালিত “নারীর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক উদ্যোগ প্রকল্পের আওয়ায় “ নারীর প্রতি সহিংসতা মুক্ত হররা গ্রাম উদ্যোগ” এর কার্যক্রমকে আরও গতিশীল করতে বৃহস্পতিবার, কুষ্টিয়া সদর উপজেলার সোনাডাঙ্গা মধ্যপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে দিনব্যাপী “গণ সমাবেশ, আলোচনা ও সাংস্কুতিক অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালির মধ্যদিয়ে কর্মসূচী শুরু হয়ে পর্যায়ক্রমে, আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মসূচীতে গ্রামোন্নয়ন কমিটির সদস্যরা অংশ গ্রহণ করেন। ১ম পর্বে র‌্যালীতে নেতৃত্ব দেন যুবক- দলের সভাপতি মোঃ শুভ ও মাজহারুল ইসলাম। ২য় পর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন এবং বক্তব্য রাখেন গ্রাম উন্নয়ন কমিটির প্রফেসর এম এ মজিদ, রেহানা মজিদ,
ইউপি সদস্য শামসুল কবীর লাবু, মোঃ ইয়াকুব আলী, এবং প্রকল্প কর্মকর্ত এ্যাড. কামরুন্নাহার ময়না। এ সময় আয়োজকরা গ্রামবাসীর নিকট থেকে সহযোগিতা প্রাপ্তির প্রতিশ্্রুতি অর্জন করেন । ৩য় পর্বে গ্রামের নারী, পুরুষ ও শিশুর মধ্য থেকে ১০০ জন গান, কবিতা, কৌতুক, নৃত্য, ছড়া,  নাটক প্রদর্শনসহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন