শুক্রবার, নভেম্বর ২৮, ২০১৪

ফুলবাড়ীতে তেল-গ্যাসের ১২ ঘন্টা রাস্তা অবরোধ

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে তেল-গ্যাসে খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষার কমিটি ১২ ঘন্টা রাস্তা অবরোধ। উলেখ্য যে গত বুধবার সকাল ১০টায় ফুলবাড়ী রাজারামপুর ফকিরপাড়ায় এশিয়া এর্নার্জী ওয়ার্কসোপে এশিয়া এনার্জী করপোরেশনের গ্যারী লাই চীফ অপারেশন অফিসার ও এশিয়া এনার্জির অন্যান্য কর্মকর্তারা মতবিনিময় করার প্রতিবাদে ফুলবাড়ীর তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে। তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষার কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল বৈকাল ৪টায় জনসভা থেকে গতকাল রেলপথ ও সড়কপথ অবরোধে ঘোষণা করেন। বৃহস্পতিবার সকাল ৬টায় কিছু সংখ্যক আন্দোলকারীরা নিমতলা মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। তবে দিনাজপুর থেকে আন্তঃজেলা ট্রাক, বাস ফুলবাড়ী বেজাই মোড় ও কলেজ মোড় হয়ে বিরামপুর-ঢাকা মুখে চলাচল করে। তবে পার্বতীপুর থেকে আন্তঃ নগর সকল ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। বিকেল ৩টায় তেল-গ্যাস
বিদ্যুৎ বন্দর রক্ষার কমিটি স্থায়ীয় নিমতলা মোড়ে কার্য্যলয়ে সামনে জনসভা করবেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ফুলবাড়ীতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।  এ ঘটনা ব্যাপারে ফুলবাড়ী থানায় অফিসার ইনচার্জ এবিএম রেজাউল করিম সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিমতলা মোড়ে তারা জনসভা করবেন বলে জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন