মঙ্গলবার, ডিসেম্বর ০৯, ২০১৪

কুষ্টিয়ায় পৃথক ভ্রাম্যমান আদালতে মাদকসেবীর কারাদন্ড

কুষ্টিয়ায় সোহেল রানা (২৩) নামের এক মাদকসেবীকে ৩মাসের কারাদ  প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সে সদর উপজেলার চৌড়হাস ফুলতলা এলাকার আব্দুল মজিদের ছেলে। সোমবার বিকেলে শহরতলীর চৌড়হাস মোড়ে কুষ্টিয়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম জামাল আহম্মেদ এ রায় প্রদান করেন। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম জামাল আহম্মেদ বলেন, ফুলতলা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ১৯৯০ সালের মাদকদ্রব্য আইনের ২২ (খ) ধারায় তাকে তিন মাসের দ  প্রদান করা হয়।  এসময় কয়েক পুরিয়া গাজা ধ্বস করা হয়। অন্যদিকে জেলার মিরপুরে সবুর মন্ডল (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে দুই বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত সবুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদাখাড়ারা গ্রামের বাসিন্দা। সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম
মুনিরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাচারী বাজারে অভিযান চালিয়ে ৫শ’ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এ দন্ড দেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন