মঙ্গলবার, ডিসেম্বর ০৯, ২০১৪

ভেড়ামারা আর্দশ কলেজ পরিচালনা পর্ষদ’র সভা অনুষ্ঠিত

শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে নানা পদক্ষেপ নেয়া হয়েছে : আহসান হাবীব লিংকন

মনির উদ্দীন মনির, ভেড়ামারা ॥ জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, কুষ্টিয়া জেলা পরিষদ’র সাবেক চেয়ারম্যান, কুষ্টিয়া- ২ আসনের সাবেক সাংসদ ও ২০ দলীয় জোটের অন্যতম নেতা আহসান হাবীব লিংকন বলেছেন,ভেড়ামারা আদর্শ ডিগ্রী কলেজের শিক্ষার মান আরো উন্নত করার লক্ষ্যে ইতোমধ্যে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। এই কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে রয়েছে সুহৃদপূর্ণ সম্পর্ক। তাই শিক্ষকরা আরো দায়িত্বশীল হয়ে ছাত্র-ছাত্রীদের লেখা পড়া শিখালে অবশ্যই তারা পরীক্ষায় ভাল ফলাফল অজর্ন করতে পারবে। তিনি গতকাল সোমবার দুপুরে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভেড়ামারা আর্দশ ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদ’র এক সভায় প্রধান অতিথির বক্তবে উপরোক্ত কথা গুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা পর্ষদ’র বিদ্যুৎসাহী সদস্য, ভেড়ামারা উপজেরা জাসদ’র সভাপতি এমদাদুল ইসলাম আতা, উপজেলা আওয়ামীলীগ’র সাবেক সাধারন সম্পাদক হাজী আমিরুল ইসলাম, চাঁদগ্রাম ইউপি’র সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, ফজলুল কাদের কোরবান, চিকিৎসক
প্রতিনিধি ডাঃ সাইফুল আরেফিন, অভিভাবক প্রতিনিধি আব্দুল হাই ভুইয়া, আব্দুল মান্নান, শামসুল হক, শিক্ষক প্রতিনিধি আসাদুজ্জাান আসাদ, মিজানুর রহামান, মোছাঃ শামসুন্নাহার ও আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধক্ষ্য নাজমুল আলম স্বপন প্রমুখ। অনুষ্ঠানে কলেজের দাতা সদস্য বাহিরচর ইউপির চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা মরহুম আবু বক্কর সিদ্দিকের রুহের অত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত এবং শোক প্রস্তাব আনা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন