মঙ্গলবার, ডিসেম্বর ০৯, ২০১৪

কুষ্টিয়ায় বেগম রোকেয়া দিবসে জয়িতা সম্মননা পদক বিতরন

স্টাফ রিপোটার : কুষ্টিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও জয়িতা সম্মননা পদক বিতরন অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।  সোমবার সকালে কুষ্টিয়ার জেলা প্রসাসকের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। এসময় তিনি বলেন, নারীদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হতে হলে নারী অগ্রগতির প্রতীক বেগম রোকেয়ার পথ অনুসরণ করতে হবে। বেগম রোকেয়ার দেখানো পথে তাদেরকে হাটতে হবে, নারীর মুক্তি আন্দোলনের পথে অগ্রসর হতে হবে সেজন্য সর্বপ্রথম নারীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে সমৃদ্ধ ও দেশের কল্যানে কাজ করতে হবে। দেশের সমগ্র নারী সমাজকে শিক্ষিত করতে পারলে দেশের উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসবে। তিনি আরও বলেন, নারী পুরুষের সমতা তৈরিতে সকলকে একযোগে কাজ করতে হবে। নারীর প্রতি সকল ধরণের নির্যাতন করা অন্যায়। আর তাই সমাজের সর্বস্তরে নারীর প্রতি নির্যাতনমূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখায় আফসানা বেগম লাকী, সামাজিক উন্নয়নের অবদান রাখায় হোসনে আরা রুবী, শিক্ষা ও চাকরী ক্ষেত্রে অবদান
রাখায় নুরজলী মোস্তফা নেসা, নারী নির্যাতনের বিভিষীকাময় জীবন থেকে রুখে দাঁড়ানোয় মিসেস রওশনারা এবং সফল জননী বিষয়ে মিসেস এলাসী বেগমকে জয়িতা সম্মননা পদক প্রদান করা হয়। এসময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল ফেরদৌস, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা বেগমসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন