মঙ্গলবার, ডিসেম্বর ০৯, ২০১৪

ভেড়ামারায় ব্যবসায় উন্নয়ন ও সূধী সমাবেশ অনুষ্ঠিত

মনির উদ্দীন মনির, ভেড়ামারা ॥ ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ওয়েষ্টান রিজিওন ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আশরাফুজ্জামান আমজাদ বলেছেন, ফারইষ্ট’র একটি বীমায় পাল্টে দিতে পারে মানুষের ভাগ্য। ব্যাক্তি জীবনে সঞ্চয় এবং পরিবারের অর্থিক নিরাপত্তার কল্যানে কাজ করে চলেছে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স। লাভ ক্ষতির ভিত্তিতে সর্বোচ্চ লাভ্যাংশও দিচ্ছে ফারইষ্ট। তিনি গতকাল সোমবার দুপুরে ভেড়ামারা পৌরসভার হলরুমে ব্যবসায় উন্নয়ন ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন। ডিসেম্বর ক্লোজিং কে সামনে রেখে এবং ব্যবসায় উন্নয়ন ঘটাতে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী কুষ্টিয়ার ভেড়ামারায় ব্যবসায় উন্নয়ন এবং সূধী সমাবেশ’র আয়োজন করে। গতকাল সোমবার দুপুরে ভেড়ামারা পৌরসভার হলরুমে ব্যবসায় উন্নয়ন সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা জোনাল অফিসের ইনচার্জ ও ডিষ্টিক কো-অর্ডিনেটর মোঃ ফারুক হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর খুলনা বিভাগের ইনচার্জ সংগঠনের এসভিপি আলহাজ্ব মোস্তফা জামান হামিদী স্বাধীন, কুষ্টিয়া সার্ভিস সেন্টারের ইনচার্জ সংগঠনের ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব শফিকুল ইসলাম, ভেড়ামারা বিজেএম ডিগ্রী কলেজের অধ্যক্ষ আসলাম উদ্দীন, ভেড়ামারা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা
প্রতিনিধি রেজাউল করিম। বক্তব্য রাখেন, মিরপুর সংগঠনিক অফিসের ইনচার্জ বিসি সিরাজুল ইসলাম, তারাগুনিয়া সাংগঠনিক ইনচার্জ আহসান হাবীব, মাওলানা আব্দুল ওয়াহাব, রুহুল আযম ফারুকী, আব্দুল বারেক প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন