মঙ্গলবার, ডিসেম্বর ০৯, ২০১৪

বালিয়াকান্দিতে ১৪ দিনব্যাপী নকশী কাথা প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি : “অংশ গ্রহন উন্নয়ন শান্তি ” এ শ্লোগান নিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোমবার সকালে ১৪দিন ব্যাপী নকশী কাথা প্রশিক্ষন উদ্বোধন করা হয়েছে। বালিয়াকান্দি উপজেলা অফিসার্স ক্লাবে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষন কোর্সের প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কোহিনুর মিয়া। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হরিপদ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ মানিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাসিনা ফাহমিদা বানু। অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন, এ্যাসেডের নির্বাহী পরিচালক মোঃ শাহজাহান সিদ্দিকী, যুব উন্নয়ন সহকারী খায়রুল হাসান।
প্রশিক্ষন প্রদান করেন, স্ব-নির্ভর ব্যবস্থাপনা পরিচালক জি,এম,এ,এইচ, রানা। প্রশিক্ষনে ৪০জন নারী অংশ গ্রহন করছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন