মঙ্গলবার, ডিসেম্বর ০৯, ২০১৪

দৌলতপুরে র‌্যাব ও বিজিবি’র অভিযানে বিভিন্ন প্রকার মাদকসহ আটক ২

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে র‌্যাব ও বিজিবি’র পৃথক অভিযানে ফেনসিডিল, হিরোইন ও গাঁজা উদ্ধার হয়ছে। এসময় আটক হয়েছে ২ জন মাদক বিক্রেতা। সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক ব্যবসার গোপন সংবাদ পেয়ে রবিবার রাতে র‌্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আলী হায়দার চৌধুরীর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল উপজেলার বাগুয়ান গ্রামে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা মোঃ নুরুল ইসলামের (৫৫) বসত ঘর থেকে ৩.৫০ গ্রাম হিরোইনসহ তাকে আটক করে। সে একই গ্রামের মৃত রহিম মন্ডলের ছেলে। অপরদিকে র‌্যাবের একই অভিযানিক দল মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে একই দিন সন্ধ্যায় উপজেলার বাহিরমাদী এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল ফেনসিডিলসহ রনি সরকার (২২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে। সে বাহিরমাদি
সরকার পাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে। পৃথক ঘটনায় দৌলতপুর থানায় মামলা দিয়েছে র‌্যাব। এছাড়াও ৪৭ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি রবিবার রাতে রংমহল, প্রাগপুর, বিলগাথুয়া ও দাড়িয়াপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৮৫ বোতল বিদেশী মদ ও ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন