মঙ্গলবার, ডিসেম্বর ০৯, ২০১৪

কুষ্টিয়া রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

সংবাদ বিজ্ঞপ্তি ॥ দীর্ঘ ৫ বছর আহ্বায়ক কমিটির পর গতকাল কুষ্টিয়া রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক ডেইলি স্টারের স্টাফ করেসপনডেন্ট ড. আমানুর রহমানের সভাপতিত্বে কুষ্টিয়ার ওয়ার্কিং রিপোর্টারদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বিজয় টিভি’র কুষ্টিয়া প্রতিনিধি, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবকে সভাপতি, দৈনিক হাওয়া পত্রিকার সহ সম্পাদক শেহাবউদ্দিন, বৈশাখী টিভি’র কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম দোলনকে সহ-সভাপতি, আইএনবি’র স্টাফ রিপোর্টার মজিবুল শেখ  কে সাধারন সম্পাদক, দৈনিক বাংলার বার্তার কুষ্টিয়া প্রতিনিধি জামিল হাসান খান খোকন, আরটিভি’র স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলালকে যুগ্ম সাধারন সম্পাদক, সময় টিভি’র কুষ্টিয়া প্রতিনিধি এসএম রাশেদকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক মানবজমিন পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেলোয়ার রহমান মানিককে কোষাধ্যক্ষ, বাংলাভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, দৈনিক নওরোজ পত্রিকার জেলা প্রতিনিধি মাহমাদ হাসানকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুম মুনিবকে ধর্মীয় সম্পাদক, কেএমআর শাহীনকে ক্রীড়া সম্পাদক, দৈনিক মুক্তমঞ্চের নির্বাহী সম্পাদক নজরুল ইসলামকে সাংস্কৃতিক সম্পাদক, দৈনিক লালন কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক ইমরুল হক লিংকনকে সমাজকল্যান সম্পাদক, চৌধুরী মুরশেদ আলম মধু (দৈনিক মুক্তমঞ্চ), মুকুল খসরু (ভোরের ডাক), আমিরুল ইসলাম (দৈনিক কুষ্টিয়া দর্পণ), ড. আমানুর আমান (ডেইলি স্টার), ফারুক আহমেদ পিনু (এনটিভি), তারিকুল হক তারিক (দৈনিক কালের কন্ঠ), আখতারুজ্জামান মৃধা পলাশ (প্রভাষণ), ফেরদৌস রিয়াজ জিল্লু (দৈনিক দিনের খবর), মওদুদ রানা (যমুনা টিভি), নিজামউদ্দিন (দেশ টিভি), জাহাঙ্গীর হোসেন জুয়েল (চেতনায় কুষ্টিয়া), মিলন উল্লাহ (ইনডিপেনডেন্ট টেলিভিশন), শাহীন আলী (একাত্তর টিভি), আহমেদ সাগর (মোহনা টিভি),
ওয়াহিদ ইউসুফ খান লিটন (দৈনিক স্বর্ণযুগ), ডা: গোলাম মওলা (জাগরণী),  আফরোজা আক্তার ডিউ (ডেইলি অথেনটিক), নুরুন্নাহার সীমা (দৈনিক প্রতিজ্ঞা), শাহনাজ পারভিন (উইকলি কুষ্টিয়া টাইমস), তৌফিক তপন (দৈনিক স্বাধীন সংবাদ), মঞ্জুরুর রহমান মুকুল ( দি উইকলি বাংলাদেশ রিভিউ), হারুন অর রশীদ (দৈনিক বাংলাদেশ বার্তা), আবু হায়দার লিপু (সাপ্তাহিক মুকুর), সালমান শাহেদ (দৈনিক শিকল), আসলাম আলী (দৈনিক কুষ্টিয়া), রবিউল আলম ইভান, রুহুল আমিন বাবু, এসআই শিমুল, জাকারিয়া মিলন ( লালনভূমি), আহসান বিশ্বাস (পদ্মা গড়াই), আরিফুল ইসলাম (কুমারখালী বার্তা), এ সামাদ খান বাদশা ( দৌলতপুর বার্তা), সামরুজ্জামান সামন (হিসনা বাণী), ইমরান হাসান পাপ্পু (আরশীনগর), সাইফুল ইসলাম (গণকন্ঠ), ইমাম মেহেদী (একুশের কন্ঠ), রাকিবুল ইসলাম (হাওয়া)সহ মোট ৬৬ সদস্য বিশিস্ট কুষ্টিয়া রিপোর্টার্স ইউনিটি আগামী ৩ বছরের জন্য নির্বাচিত হন। কুষ্টিয়ার সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, ঐক্য ও সংহতিসহ সার্বিক কল্যানে নিরলসভাবে নিজেদের সম্পৃক্ত রাখার অঙ্গীকারকে সামনে রেখে কুষ্টিয়া রিপোর্টার্স ইউনিটির ত্রি-বার্ষিক কমিটি গঠিত হয়। ১৯৯৫ সাল থেকে কুষ্টিয়া রিপোর্টার্স ইউনিটি নিপিড়িতদের পাশে ছিল, আগামীতেও থাকবে। বিভিন্ন সময়ে এই ইউনিটির নেতৃত্ব দিয়েছেন জেলার প্রখ্যাত সাংবাদিক নেতৃবৃন্দ।   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন