রবিবার, ডিসেম্বর ০৭, ২০১৪

কুষ্টিয়া টেক্সটাইল মিলস্’র বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবী

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া টেক্সটাইল মিলস্ লিমিডেটের শ্রমিক-কর্মচারীরা তাদের শতকরা ২৫ ভাগ বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছেন। এ ব্যাপারে কুষ্টিয়া টেক্সটাইল মিলের অবহেলিত সচেতন শ্রমিক কমিটির পক্ষ থেকে সিবিএ’র সাবেক সভাপতি শরিফুল ইসলাম ও করণিক খায়রুল হকের যৌথ স্বাক্ষরিত একটি পত্র কুষ্টিয়া টেক্সটাইল মিলস্ লিমিডেটের (আকিজ গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ’র প্রতিষ্ঠান) ব্যবস্থাপনা পরিচালকের নিকট দেয়া হয়েছে। সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উক্ত পত্রে অনুলিপি শিল্পমন্ত্রী, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহাবুব-উল-আলম হানিফ, কুষ্টিয়া টেক্সটাইল মিলস্ লিমিডেটের চেয়ারম্যান, বিভাগীয় উপ-প্রধান কল কারখানা পরিদর্শক, কুষ্টিয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট প্রেরণ করা হয়েছে। লিখিতপত্রে উল্লেখ করা হয় ১৯৭৩ সালে এ মিলটি জাতীয়করণ মিল হিসেবে বিটিএমসি ভূক্ত এর মাধ্যমে উৎপাদন শুরু করেন। পরবর্তীতে বিরাষ্ট্রীয়করণ নীতি প্রহণের প্রেক্ষিতে মিলটি ১৯৮২ সালে শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে মালিক পক্ষ ৫১ ভাগ ও সরকার পক্ষ ৪৯ ভাগ সেয়ার চুক্তিতে আফিল উদ্দিন গং এর মালিকানাধীনে দেয়া হয়। সম্প্রতি শ্রমিক-কর্মচারীদের বকেয়া টাকা পরিশোধের সিদ্ধান্ত
মোতাবেক মিলে তলব করা হয়। ওই মোতাবেক সমুদয় প্রাপ্য টাকার শতকরা ২৫ ভাগ কর্তন করে চেক প্রদান করেন। যা আমাদেরকে পূর্বে অবগত করা হয়নি। ফলে আমরা আমাদের প্রাপ্য শতকরা ২৫ ভাগ টাকা পরিশোধের জন্য জোর দাবী জানাচ্ছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন