রবিবার, ডিসেম্বর ০৭, ২০১৪

বালিয়াকান্দিতে আধুনিক পদ্ধতির কৃষি কাজ পরিদর্শন করলো ১২ জন বিজ্ঞানী দল

হাবিবুর রহমান : এশিয়া ও আফ্রিকার ২০ টি দেশের ১৫০জন বিজ্ঞানী প্রতিনিধি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে ৫দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহন করবেন। ৭ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে শনিবার দিনব্যাপী ১২জন বিজ্ঞানী দল রাজবাড়ীর  বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ও নারুয়া ইউনিয়নের বিভিন্ন মাঠে আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ পরিদর্শন ও মতবিনিময় করেন। কনজারভেশন এগ্রিকালচার সার্ভিস প্রভাইডার গ্র“পের আয়োজনে ফোকার্স গ্র“প ডিসকাসিং অন কনসারভেশন এগ্রিকালচার বিষয়ক দিনব্যাপী মতবিনিময় সভায় উপজেলার নবাবপুর ও নারুয়া ইউনিয়নের সোনাইকুড়ি, তেকাটি, দেলুয়া মাঠে আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ পরিদর্শন করেন, অস্টেলিয়ার মারডস ইউনিভার্সিটির ড. ওয়েন্ডি ভ্যানস, গ্রীনটেকস গ্রীন ম্যাশিনারী ষ্টোর বাংলাদেশের হাসান উদ্দিন শিকদার, কেনিয়ার নের্টওয়ার্ক ফর ডিসেমিনেশন অফ এগ্রিকালচারাল টেকনোলজিষ্ট ড. জোসেপ এম মোতুয়া, সেনেগালের ইউএসএআইডি প্রজেক্ট ম্যানেজার আলী বাবু, আফ্রিকার এগ্রিবিজনেস স্পেশালিষ্ট ড. ডেভিউ কাহান, অস্টেলিয়ার চার্লস ষ্টাটার্ড ইউনিভাসিটির ডির্সাডি সিমাস, জিম্বাবুয়ের সিএ ম্যাশিনারীজ ক্লোপাস রুকুনী, ইতিয়প্রিয়ার কৃষি প্রকৌশলী গ্রেমা নাগস, টানজানিয়ার প্রকৌশলী উইল সন বাইতানী, কনজারভেশন এগ্রিকালচার প্রজেক্টের টিম লিডার
এনামুল হক, প্রফেসর বিচার ভেল, বালিয়াকান্দির কৃষক সনাতন বিশ্বাস, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ। এসময় বিনা চাষে ভিএমপি মেশিনে লাইন পদ্ধতিতে রাই, মশুর, গমের বপন এবং আগাছা দমন প্রক্রিয়া পরিদর্শন করেন। পরে নবাবপুর ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন