রবিবার, ডিসেম্বর ০৭, ২০১৪

অবৈধ অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে : সাবেক এমপি আমজাদ হোসেন

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আমজাদ হোসেন বলেছেন, বর্তমান সরকার সারাদেশকে কারাগারে পরিনত করেছেন। বিরোধী দলের নেতাকর্মীদের মামলা হামলা ও জেল জুলুম দিয়ে আন্দোলন থামাতে পারবেনা। বর্তমান সরকারকে অবৈধ ও অগনতান্ত্রিক আখ্যা দিয়ে আমজাদ হোসেন দলীয় নেতাকর্মীদের উদ্যোশ্যে বলেন, জালেম সরকারের দুর্নীতি, দু:শাসনের প্রতিবাদ ও গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে সোচ্চর হতে হবে। আগামী দিনে জোট নেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত আন্দোলন সফল করতে সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে। শুক্রবার বিকালে গাংনীর হিন্দা বালিকা বিদ্যালয় মাঠে গাংনী উপজেলা ও পৌর বিএনপি’র যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি আমজাদ হোসেন এসব কথা বলেন। উপজেলা বিএনপি’র সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক আহবায়ক ও গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, জেলা বিএনপি’র সহ সভাপতি আব্দুর রাজ্জাক মাষ্টার, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম উদ্দীন। গাংনী পৌর যুবদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মাস্টারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা বিএনপির সাধরাণ সম্পাদক ও সাহারবাটি ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, জেলা মাহুলা দলের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান লাইলা আরজুান বানু, পৌর বিএনপির সভাপতি ও গাংনী পৌর সভার কাউন্সিলর ইনসারুল হক ইনসু, গাংনী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও মটমুড়া ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলাম, কাথুলি ইউনিয়ন বিএনপির সভাপতি জিহাদ আলী, সাধারণ সম্পাদক জাফর আকবর, উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান, উপজেলা কৃষকদলের
সভাপতি আখেরুজ্জামান, , উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, তেতুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সায়েম পল্টু,সাধারণ সম্পাদক মামুনর রশিদ মামুন, কাথুলি ইউনিয়ন বিএনপি নেতা সাহেব আলী সেন্টু, কাজীপুর ইউনিয়ন বিএপি নেতা আব্দুল মতিন মোল্লা, মুনজুরুল হক টপি, সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলাম, আব্দুল হান্নান, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কামরুল ইসলাম, জাহিদুল ইসলাম, ছাত্র নেতা জাহাঙ্গীর আলম, রবিউল ইসলাম রবি প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন