রবিবার, ডিসেম্বর ০৭, ২০১৪

বালিয়াকান্দির নারুয়ায় জমি নিয়ে বিরোধে কৃষকের রসুন ও কালিজিরা ক্ষেত বিনষ্ট

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর  বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এক কৃষকের ২২ শতাংশ জমির রসুন ও কালিজিরা ক্ষেত বিনষ্ট করেছে। ওই জমির মালিক নারুয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে সিরাজুল ইসলাম জানান, বাড়ীর পার্শ্ববর্তী মাঠে ২২ শতাংশ জমিতে রসুন ও কালিজিরা চাষ করি। এ জমি নিয়ে আদালতে বাটোয়াটা মামলা দায়ের করে ২০১৪ সালের মার্চ মাসে । শনিবার সকালে জমিতে গিয়ে সোনাকান্দর গ্রামের হারুন মোল্যা, সালাম মোল্যা, আমিরুল মোল্যা, রহিম মোল্যা, আজম মোল্যা, আলীম মোল্যা,
কাউয়ুম মোল্যাসহ ১০-১২জন মিলে জমিতে গিয়ে রসুন ও কালিজিরা ক্ষেত বিনষ্ট করে ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন