রবিবার, ডিসেম্বর ০৭, ২০১৪

স্বৈরাচার পতন দিবসে কুষ্টিয়ায় বিএনপির আলোচনা সভায় বক্তারা

দুর্বার গণআন্দোলনের মধ্য দিয়ে বর্তমান স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হবে

স্টাফ রিপোর্টার ॥ স্বৈরাচার পতন দিবসে কুষ্টিয়ায় বিএনপির উদ্যোগে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি জেলা ২০ দলীয় জোটের আহবায়ক সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, ক্রীড়া সম্পাদক আল আমিন কানাই, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল মুঈদ বাবুল, জেলা শ্রমিকদলের সভাপতি আমিরুল ইসলাম রহিম, সাধারণ সম্পাদক কে এইট সরোয়ার, জেলা কৃষকদলের আহবায়ক এসএম গোলাম কবির, কৃষকদল নেতা মোকারম হোসেন মোকা, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক খন্দকার সামসুদ্দোহা লাল্টু, সদর থানা যুবদলের সভাপতি
জাহিদুল ইসলাম বিপ্লব, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন সাধু, যুব নেতা মিকাইল হোসেন মিঠু, শান্ত, শহর ছাত্রদলের সভাপতি মাহাফুজুর রহমান মিথুন, সহসভাপতি জুয়েল আহমেদ রনি, যুগ্ম সম্পাদক ইমতিয়াজ দিবস। আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্বার গণআন্দোলনের মধ্য দিয়ে বর্তমান স্বৈরাচার শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতন ঘটিয়ে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন দিতে বাধ্য করা হবে। বক্তারা বলেন, ৫ জানুয়ারির ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু এ দেশের মানুষ কোনো অবস্থাতেই সেটি হতে দেবে না। মানুষ প্রস্তুত হয়ে আছে। এখন তাদের কাছে যেতে হবে। তাদের ঐক্যবদ্ধ করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েত হবে। বক্তারা আরো বলেন, এদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ সকল বাধাকে অতিক্রম করে গণতন্ত্রের পথচলাকে নির্বিঘœ করেছে। শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র এখনো শংকা মুক্ত নয়। একদলীয় শাসনের চরিত্রগুলো ক্রমশ ফুটে উঠছে বর্তমান শাসক গোষ্ঠির আচরণে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন